Download Our App


ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079

ডিগ্রী অনার্স বই App এ পেতে Whatsapp এ nock করে User ID নিয়ে Login করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

প্রশ্নের উত্তর

গুণবাচক ও পরিমাণ বাচক উপাত্ত বলতে কী বুঝ?

অথবা, গুণবাচক ও পরিমানবাচক উপাত্ত কী?
অথবা, গুণবাচক ও পরিমানবাচক উপাত্তের সংজ্ঞা দাও।
অথবা, গুণবাচক ও পরিমানবাচক উপাত্তে কাকে বলে?
অথবা, গুণবাচক ও পরিমানবাচক উপাত্ত ধারণা দুইটি ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা :
সামাজিক গবেষণার মূলভিত্তি হলো উপাত্ত। এটি কোন ঘটনা বা বিষয় সম্পর্কে অভিব্যক্তি। কোন বিষয় সম্পর্কে সংগৃহীত উপাত্তের শ্রেণিবিভক্তিকরণ একান্ত আবশ্যক । কেননা উপাত্তের শ্রেণিবিভক্তিকরণের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয় বা সমস্যাকে সঠিকভাবে সমাধান করা যায় । সমাজ গবেষণায় বহুল ব্যবহৃত উপাত্তসমূহের বিদ্যমান বৈশিষ্ট্য অনুযায়ী উপাত্তকে গুণবাচক ও পরিমাণবাচক এ দুইভাগে ভাগ করা যায় ।
গুণবাচক উপাত্ত : যেসব উপাত্তকে সংখ্যার সাহায্যে প্রকাশ করা সম্ভব নয় কিন্তু বিশেষ গুণের ভিত্তিতে একটি অন্যটি থেকে পৃথক বা আলাদা হয়। সেগুলোকে গুণগত উপাত্ত বলে । যেমন- মেধা, বুদ্ধি, মনোভাব, সাফল্য, প্রত্যাশা, সৌন্দর্য ইত্যাদি ।
পরিমাণ বাচক উপাত্ত : যেসব উপাত্তকে সংখ্যার দ্বারা প্রকাশ করা সম্ভব অর্থাৎ যা পরিমাণ বা গণনাযোগ্য তাকে পরিমাণ বাচক উপাত্ত বলে । যেমন- বয়স, আয়, উচ্চতা ইত্যাদি ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, গবেষণা কাজে ব্যবহৃত সঠিক, বিশ্বাসযোগ্য, প্রয়োজনীয় তথ্যই হলো উপাত্ত । আর এ উপাত্তকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যার মধ্যে গুণবাচক আর পরিমাণবাচক উপাত্ত অন্যতম ।

হ্যান্ডনোট থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!