উপজাতি বলতে কী বুঝ?

অথবা, আধিবাসী গোষ্ঠী কাকে বলে?
অথবা, উপজাতির সংজ্ঞা দাও।
অথবা, উপজাতির পরিচয় দাও।
উত্তর৷ ভূমিকা :
পৃথিবীর মানব একটি সম্প্রদায়। এই মানুষ পৃথিবীর বিভিন্নস্থানে বিভিন্নভাবে বসবাস করে। আর বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বসবাস করতে গিয়ে মানুষ বিভিন্ন নামে পরিচিত হয়। একই দেশে বসবাসরত কিছু মানুষকে তাদের আচরণ ভেদে অন্যান্য মানুষ থেকে আলাদা করা হয়। উপজাতি হলো এমনই এক মানবগোষ্ঠী যাদের আচার ও
আচরণের জন্য উপজাতি বলা হয়।
উপজাতি : সাধারণত উপজাতি বলতে বুঝায় এমন একটি জনগোষ্ঠী যারা মোটামুটিভাবে একটি অঞ্চলে সংগঠিত এবং যাদের মধ্যে রয়েছে সাংস্কৃতিক ঐক্য এবং যার সদস্যরা মনে করেন যে, তারা একই সাংস্কৃতিক এককের অন্তর্ভুক্ত। সমাজবিজ্ঞানী রবার্ট বি. টেইলর (Robert. B. Taylor) বলেন, “উপজাতি বলতে এমন একটি জনগোষ্ঠী যারা
মোটামুটিভাবে একটা অঞ্চলে সংগঠিত এবং যাদের মধ্যে সাংস্কৃতিক ঐক্য রয়েছে।” নৃবিজ্ঞানী কোহেল ও ইয়ামস (Cohen and Eames) তাদের Cultural Anthropology (1982;419) গ্রন্থে বলেন, “উপজাতি হচ্ছে A group depending on foraging horticulture or pastoralism for subsistence.” অর্থাৎ, উপজাতি বলতে এমন জনগোষ্ঠীকে বুঝায় যারা তাদের জীবিকার জন্য খাদ্য সংগ্রহ, উদ্যান কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল। উপরের সংজ্ঞাগুলো আলোচনা করলে আমরা উপজাতির বেশ কিছু বৈশিষ্ট্য পাই-
১. উপজাতিরা নির্দিষ্ট এলাকায় বসবাস করে।
২. উপজাতিরা একই সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী।
৩. একটি উপজাতির অর্থনৈতিক জীবন প্রণালি, উৎপাদন বা সংগ্রহের ধরন একই।
৪. উপজাতির সবসদস্যের মধ্যে একটা ঐক্যের অনুভূতি বিদ্যমান।
উপসংহার : উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি, উপজাতি বলতে এমন একটি জনগোষ্ঠীকে বুঝায় যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে এবং যাদের অর্থনৈতিক জীবন প্রণালি, উৎপাদন প্রণালি মোটামুটি একই ধরনের এবং সদস্যদের মধ্যে একটা ঐক্যের বন্ধন কাজ করে, যা অন্যান্য জনগোষ্ঠী থেকে আলাদা।