WHO-এর লক্ষ্য ও উদ্দেশ্য কি? এর সাংগঠনিক কাঠামো কেমন?

উত্তর ঃ ভূমিকা ঃ বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য সকলের স্বাস্থ্য রক্ষা অপরিহার্য এবং তা অর্জন ব্যক্তি ও রাষ্ট্রসমূহের সর্বোচ্চ সহযোগিতার উপর নির্ভর করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে জাতিসমূহের মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিয়োগ নিয়ন্ত্রণ ও নির্মূলের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
•WHO-এর লক্ষ্য ঃ রোগমুক্ত বিশ্ব গঠন এবং প্রত্যেক বিশ্ব নাগরিকের জন্য সম্ভাব্য সর্বোত্তম স্বাস্থ্য অর্জনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনস্বাস্থ্যের সর্বোচ্চ উন্নতি
সাধন, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সকলের সর্বোত্তম স্বাস্থ্য সুনিশ্চিতকরণ। “The objectives of the world organization shall be the attainment by all people of the highest possible
level of health.”
→ WHO এর প্রশাসনিক কাঠামো ঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশাসনিক কাঠামো নিম্নরূপ :
WHO World Health Assembly
Excutive Board Secretariate
১. বিশ্ব স্বাস্থ্য সম্মেলন (World Health Assembly) : প্রতিবছর একবার বিশ্ব স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নীতি নির্ধারণ, কার্য পর্যালোচনা এবং কর্মসূচি ও বাজেট অনুমোদিত হয়।
২. কার্যনির্বাহী পর্ষদ (Excutive) : কার্যনির্বাহী পর্ষদের সভা বছরে দু’বার অনুষ্ঠিত হয়। এর প্রধান হলেন মহাপরিচালক (BD)। তিনি ৫ বছরের জন্য সম্মেলন কর্তৃক নির্বাচিত হন।
৩. সচিবালয় (Secretariete) : বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র সচিবালয়ে অফিসিয়াল কাজকর্ম সম্পাদিত হয়।
উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, বিশ্বস্বাস্থ্য সংস্থা কতিপয় লক্ষ্য পালনের জন্য বিশেষ ভূমিকা পালন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) -এর লক্ষ্য বাস্তবায়নের জন্য বিশেষ অবদান রাখে এর শক্তিশালী সাংগঠনিক কাঠামো। যা মূলত কার্যক্রম পরিচালিত করে ৬টি ভাষায় (ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, রুশ, চীনা ও আরবি)।