উত্তর ঃ ভূমিকা ঃ ১৯৪৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই UNICEF শিশুদের জন্য নানা ধরনের কর্মসূচি পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার প্রথম দিকে যুদ্ধ আক্রান্ত শিশুদের অবস্থার উন্নয়নে জরুরি ভিত্তিতে সাহায্য ব্যবস্থার প্রবর্তন করা হলেও বর্তমানে সারা পৃথিবীজুড়ে শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
UNICEF এর লক্ষ্য ও উদ্দেশ্য ঃ যুদ্ধোত্তর পৃথিবীতে শিশুদের জরুরি ভিত্তিতে সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে কার্যক্রম অনেক বিস্তৃতি লাভ করেছে, ফলে উদ্দেশ্যেও এসেছে ভিন্নতা। নিম্নে UNICEF এর লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ তুলে ধরা হলো :
১. শিশুদের সম্ভাব্য সর্বোত্তম জীবন শুরুর নিশ্চয়তা প্রদান।
২. শিশুদের রোগ ও মৃত্যু প্রতিরোধ করা ।
৩. গর্ভধারণ ও শিশু জন্ম নিরাপদ করা।
৪. প্রাকৃতিক দুর্যোগ কার্যকরভাবে মোকাবেলার মাধ্যমে জনজীবনে দ্রুত স্বাভাবিকতা ফিরিয়ে আনা।
৫. ছেলে ও মেয়ে শিশুর মধ্যকার বৈষম্য দূর করা।
৬. কিশোরদের জন্য টিকে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করা।
৭. শিশু কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে মাতৃকল্যাণ নিশ্চিত করা।
৮. যুদ্ধবিধ্বস্ত দেশে শিশু-কিশোরদের রক্ষা ও পুনর্বাসন।
৯. জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সকল শিশুর মৌলিক মানবিক চাহিদা পূরণ প্রভৃতি।
উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, ইউনিসেফ জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা হিসেবে বিশেষ কিছু লক্ষ্য ও উদ্দেশ্য সাধনে কাজ করে যাচ্ছে। এ সকল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য UNICEF বিশেষ প্রকল্পের অধীনে তার কর্মকাণ্ড পরিচালিত করে চলেছে।