UNESCO কি?

উত্তর ঃ ভূমিকা ঃ জাতিসংঘ পৃথিবীর একক বৃহত্তম উন্নয়নমূলক সংস্থা। জাতিসংঘের যেসব বিশেষ সংস্থা বিশ্বব্যাপী আর্থ-সামাজিক উন্নয়ন, মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের মধ্যে অন্যতম UNESCO। এর কর্মক্ষেত্র হিসেবে শিক্ষা, প্রাকৃতিক, সামাজিক ও মানবিক, বিজ্ঞান, সংস্কৃতি ও জাতিসমূহের পারস্পরিক যোগাযোগকে চিহ্নিত করা হয়েছে। নিম্নে UNESCO’র পরিচয় তুলে ধরা হলোঃ
UNESCO’র পরিচয় ১৯৪৫ সালে লন্ডনে আহূত এক সম্মেলনে ২১ দেশের প্রতিনিধির অংশগ্রহণে UNESCO -র গঠনতন্ত্র প্রস্তুত হয়। ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ৪৪ রাষ্ট্র কর্তৃক UNESCO’র সংবিধান গ্রহণ ও স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর জন্ম হয়। এটি অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (Ecosoc) অধীনে একটি বিশেষায়িত সংস্থা। এর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত।
সমাজকর্ম অভিধানের মতে, “UNESCO” is an agency of the united Nations established in 1945 with head quater in Paris.”
এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ৩টি অঙ্গ সংস্থা রয়েছে। যথাঃ
১. সাধারণ সম্মেলন।
২. কার্যনির্বাহী পর্ষদ।
৩. সচিবালয়।
এর সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রতি দুই বছর অন্তর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
UNESCO’র বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, জাতি সংঘের এক অন্যতম বিশেষায়িত সংস্থা হলো জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO)। জাতিসংঘ সনদে বিশ্ববাসীর সাংস্কৃতিক জীবনের সামগ্রিক উন্নয়ন ও বিকাশের সুসম্পষ্ট ঘোষণা বাস্তবায়নে মানবজাতির শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষা ও বিকাশে এ সংস্থার জন্ম।