অথবা, পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় ও পর্যাপ্ত শর্ত দুটি কি কি?
অথবা, পূর্ণপ্রতিযোগিতামূলক ফার্মের ভারসাম্যের জন্য প্রান্তিক খরচ ও প্রান্তিক আয়ের সমতা প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত নয় ব্যাখ্যা কর।
উত্তর: ভূমিকা: পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার প্রত্যেক ফার্ম সেই পরিমাণ দ্রব্য উৎপাদন করবে, যে পরিমাণ উৎপাদন করলে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হয়। পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে কোন ফার্মের ভারসাম্য অর্জনের জন্য দুটি শর্ত পূরণ করতে হয়। এ শর্ত দুটি হল:
১. প্রয়োজনীয় শর্ত: ভারসাম্য বিন্ধুতে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। অর্থাৎ MC = MR হতে হবে। এটি ফার্মের ভারসাম্য অর্জনের প্রথম শর্ত বা প্রয়োজনীয় শর্ত।
২. পর্যাপ্ত শর্ত: ফার্মের ভারসাম্য বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা অর্থাৎ MC রেখা প্রান্তিক আয় রেখা অর্থাৎ MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। অর্থাৎ ভারসাম্য বিন্দুতে MC রেখার ঢাল MR রেখার চাল অপেক্ষা বেশি হবে। এটি ফার্মের ভারসাম্য অর্জনের দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্ত।
কোন ফার্ম ভারসাম্য অবস্থায় পৌছাতে হলে অবশ্যই উপরিউক্ত দুটি শর্ত পূরণ করতে হয়।
নিম্নে চিত্রের সাহায্যে ফার্মের ভারসাম্য অর্জনের শর্ত দুটি ব্যাখ্যা করা হল:
উপরের চিত্রে OX অক্ষে ফার্মের উৎপাদনের পরিমাণ ও OY আয় ও ব্যয় নির্দেশ করা হয়েছে।
পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে AR, MR. ও P একই রেখা হিসেবে ভূমি অক্ষের সমান্তরাল হয়। এমতাবস্থায় যতক্ষণ পর্যন্ত কোন দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক আয় প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি হবে (MR> MC) তখন পর্যন্ত ফার্মটি উৎপাদন বৃদ্ধি করতে থাকবে এবং উৎপাদনের যে স্তরে প্রান্তিক ব্যয় ও প্রান্তিক আয় পরস্পর সমান হবে (MC = MR) সেই স্তরে প্রতিষ্ঠানটি ভারসাম্য লাভ করবে।
উপরের চিত্রে দেখা যায়, MC রেখাটি MR রেখাকে R ও E বিন্দুতে ছেদ করছে। এক্ষেত্রে R ও E উভয় বিন্দুতেই ফার্মের ভারসাম্যের প্রথম শর্ত অর্থাৎ MR MC রণ হয়েছে। কিন্তু R বিন্দুতে প্রয়োজনীয় শর্তটি পূরন হলেও ভারসাম্যের পর্যাপ্ত শর্তটি পূরণ হয়নি। এ কারণে R বিন্দুতে ON পরিমাণ উৎপাদন স্তরে প্রান্তিক ব্যয় ও প্রান্তিক আয় সমান হওয়া সত্ত্বেও (MC = MR) ফার্মের মুনাফা সর্বোচ্চ হয়নি। কারণ, চিত্রে দেখা যায় যে, R বিন্দুর পর MC রেখা MR রেখার নিচে অবস্থায় করায় যতক্ষণ MR > MC থাকে ততক্ষণ পর্যন্ত উৎপাদন করা ফার্মের জন্য লাভ জনক হবে। চিত্রের & বিন্দুতে MC রেখা MR রেখাকে ছেদ করে উপরে উঠেছে। এ E বিন্দুতেই ফার্মের ভারসাম্যের প্রয়োজনীয় শর্তের সাথে সাথে পর্যাপ্ত শর্তটিও পূরন হয়েছে। এটিই হল ফার্মের ভারসাম্য বিন্দু। এ পর্যয়ে ফার্মটি ON, পরিমাণ দ্রব্য উৎপাদন করবে। এর ফলে ফার্মের উৎপাদন সর্বাধিক হবে এবং উৎপাদন খরচও সর্বনিম্ন হবে।
উপরের চিত্রটি বিশ্লেষণ করলে দেখা যায় যে, R বিন্দুতে ফার্মের ভারসাম্যের প্রথম শর্তটি (MC = MR) অর্থাৎ প্রয়োজনীয় শর্তটি পূরন হয়েছে ঠিকই, কিন্তু পর্যাপ্ত শর্তটি পূরণ না হওয়ায় ফার্মের ভারসাম্য অর্জিত হয়নি।
পক্ষান্তরে E বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় ও পর্যাপ্ত দুটি শর্তই পূরন হয়েছে। অর্থাৎ E বিন্দুতে MC = MR হয়েছে এবং MC রেখাটি MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করেছে এবং ফার্মের ভারসাম্য অর্জিত হয়েছে।
এ জন্য যথার্থই বলা হয় যে, পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য অর্জনের জন্য MC MR, অর্থাৎ প্রয়োজনীয় শর্তটি পূরন হওয়া যথেষ্ট নয়, বরং MC MR শর্তটি পুরন হওয়ার সাথে সাথে MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করতে হবে।
উপসংহারঃ সুতরাং পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য পৌঁছানোর জন্য প্রয়োজনীয় শর্ত এবং ‘পর্যাপ্ত শর্ত’ এ দুটি শর্তপূরণ হতে হবে।