International Labour organization বলতে কি বুঝ?

উত্তর : ভূমিকা ঃ শ্রম সমস্যা বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা বলে বিবেচিত হলেও ILO প্রতিষ্ঠার পর শ্রম সমস্যা দিন দিন হ্রাস পাচ্ছে। বর্তমানে বিশ্বে যে সকল সংস্থা শ্রমের কল্যাণে কাজ করছে ILO তার মধ্যে অন্যতম। ILO জাতিসংঘের সবচেয়ে পুরাতন সংস্থা।
ILO-র পরিচয় ঃ জাতিসংঘের একটি বিশেষ সংস্থা হলো আন্তর্জাতিক শ্রম সংস্থা বা International Labour Organization (ILO)। ভার্সাই চুক্তির অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ১৯১৯ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা গঠিত হয়। তবে পূর্বে এটি ‘লীগ অব নেশনস’ এর সাথে সম্পৃক্ত ছিল। জাতিসংঘের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য
কানাডার মনট্রিলে ১৯৪৬ সালের ৯ অক্টোবর একটি চুক্তি সম্পাদিত হয়। ২০ এপ্রিল, ১৯৪৮ সালে চুক্তি বলবৎ হয় ও চুক্তির শর্তাদি সাধারণ পরিষদ অনুমোদন করে ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর তারিখে। ফলে জাতিসংঘের প্রথম বিশেষ সংস্থা হিসেবে গঠিত হয় ILO। শ্রমিকদের স্বার্থ ও অধিকার সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সার্বিক কল্যাণে বিশ্বব্যাপী সে সংগঠন কাজ করে তাকে International Labour Organization বা ILO বলে । সমাজকর্ম অভিধান মতে, “আন্তর্জাতিক শ্রম সংস্থা হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা কর্মসংস্থান, অর্থনৈতিক নিরাপত্তা এবং সামাজিক সেবাসমূহ দিয়ে বিশ্বের শ্রমিকদের সহায়তা করে থাকে। “যে সংস্থা শ্রমিকদের
স্বাধীনতা, ন্যায্যতা, নিরাপত্তা ও মানুষের মর্যাদা রক্ষিত করে এমন পরিবেশ তৈরি করে যেখানে নারী ও পুরুষের জন্য সম্মানজনক ও উৎপাদনশীল কাজের সুযোগ বৃদ্ধি পায় তাই হলো আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)। “
পসংহার ঃ পরিশেষে বলা যায় যে, আন্তর্জাতিক শ্রম সংস্থা শ্রমিকদের অধিকার আদায়ে জাতিসংঘের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান । যা দ্বারা শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ও ন্যায় বিচার পেয়ে থাকে এবং শ্রম আইন প্রণীত হয়।