উত্তর ৪ ভূমিকা ঃ খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা শুরু করে। খাদ্য ও পুষ্টি উপাদান বৃদ্ধির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সম্প্রসারণশীল অর্থনীতি গঠনে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করছে।
FAO এর কার্যক্রমসমূহঃ খাদ্য ও কৃষি সংস্থা নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। নিম্নে FAO এর কার্যক্রমসমূহ উল্লেখ করা হলোঃ
১. খাদ্য উৎপাদান, খাদ্য নিরাপত্তা ও ক্ষুধামুক্ত বিশ্ব সৃষ্টিতে
২. কৃষি ও পল্লি উন্নয়ন।
৩. টেকসই কৃষি উন্নয়ন।
৪. মৎস্য ও জলজ সম্পদ উন্নয়ন।
৫. বন সংরক্ষণ ও উন্নয়ন।
৬. নারী উন্নয়ন।
৭. কৃষি ক্ষেত্রে আধুনিকীকরণ ।
৮. দরিদ্র কৃষকদের আয় বৃদ্ধিতে।
৯. কীট ব্যবস্থাপনা।
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, FAO বিশ্বব্যাপী তার কার্যক্রম দ্রুততার সহিত পরিচালনা করে চলছে। FAO বিশ্বে আজ তাদের কার্যক্রম দ্রুততার সাথে পরিচালনার ফলে বিশ্ব খাদ্য ও কৃষি উন্নয়ন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।