CEDAW বাস্তবায়নে বাংলাদেশ সরকারের করণীয় কী?

অথবা, সিডও সনদ বাস্তবায়নে বাংলাদেশ সরকারের পদক্ষেপসমূহ আলোচনা কর।
অথবা, CEDAW বাস্তবায়নে বাংলাদেশ সরকারের আন্ত করণীয় সম্পর্কে লিখ।
অথবা, CEDAW বাস্তবায়নে বাংলাদেশ সরকারের পদক্ষেপসমূহ উল্লেখ কর।
অথবা, CEDAW সনদ বাস্তবায়নে বাংলাদেশ সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে?
অথবা, CEDAW সনদ বাস্তবায়নে বাংলাদেশ সরকারের করণীয় সম্পর্কে সংক্ষেপে বর্ণনা
কর।
উত্তর৷ ভূমিকা :
সিডও সনদ অনুমোদনের ২৩ বছর অতিক্রান্ত হলেও বাংলাদেশে সিডও সনদ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হয়নি। বাংলাদেশে সিডও সনদ সম্পূর্ণরূপে বাস্তবায়নের দাবি বিভিন্ন দিক থেকে এসেছে। ইতিমধ্যে যে সকল বিষয়ে সুপারিশ করা হয়েছে সেগুলো নিম্নরূপ:
সরকারের আশু করণীয় :
১.সিডও সনদের ধারা ২ এবং ধারা ১৬ প্রত্যাহার করতে হবে।
২.অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন সহ নারীর প্রতি বৈষম্যমূলক আইন দূর করতে হবে।
বৈষম্যহীন নাগরিকত্ব আইন প্রণয়ন করতে হবে।
৩.সিডও সনদের ধারাসমূহ দেশের আইন এবং সংবিধানের সাথে একাত্ম করতে হবে।
৪.নারী ও মেয়ে শিশু নির্যাতন রোধে বিদ্যমান আইন-কানুনের যথাযথ বাস্তবায়ন করতে হবে।
৫.নারীদেরকে ফতোয়া থেকে দূরে রাখতে হবে।
৬.সরকারের বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে নিয়োজিত ব্যক্তিবর্গের জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করতে হবে।
৭.জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের আয়োজন করতে হবে।
৮. আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ দূর করতে হবে।
৯.সিডও সনদে বর্ণিত নারীর প্রতি বৈষম্য সংক্রান্ত সংজ্ঞার সাথে জাতীয় আইন কানুনের সংজ্ঞার ‘সামঞ্জস্য আনয়ন করতে হবে।
সরকারের অন্যান্য করণীয় :
১.বেসরকারি খাতে নারীর প্রতি বৈষম্য দূরীকরণের জন্য সরকারের উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।
২.বিদেশে কর্মরত নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩.কর্মজীবী মায়ের জন্য মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে এবং তাদের সন্তানদের সেবাযত্নের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে।
৪.জেন্ডার ভিত্তিক পরিসংখ্যান প্রণয়ন করতে হবে।
৫.নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, বাংলাদেশ সংবিধানে বর্ণিত বিভিন্ন ধারা ও সিডও-র ধারাগুলোর মূলচেতনা ও আদর্শ অভিন্ন হওয়ায় অবিলম্বে সিডও-র সকল ধারা সম্পূর্ণরূপে অনুমোদন ও তার পূর্ণ বাস্তবায়ন প্রয়োজন ।