অথবা, সিডও সনদের উল্লেখযোগ্য ধারাগুলো বর্ণনা কর।
CEDAW এর ধারাগুলো উল্লেখ কর।
সিডও সনদের ধারাসমূহের বর্ণনা দাও।
CEDAW এর উল্লেখযোগ্য ধারাসমূহ লিখ।
সিডও সনদের ধারাসমূহ তুলে ধর।
উত্তর৷ ভূমিকা : বিভিন্ন কার্যকরী গ্রুপ, নারীর মর্যাদা বিষয়ক কমিশন এবং জাতিসংঘের সাধারণ পরিষদে দীর্ঘ পাঁচ বছরব্যাপী সমন্বিত আলোচনা ও পর্যালোচনার সফল পরিণতি ছিল এ ‘নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ’ বা সিডও’। সকল ব্যাপারে এবং সকল ক্ষেত্রে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার জন্য এ সনদে আইনসিদ্ধ পদ্ধতি ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত নীতিমালা এবং কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
CEDAW এর ধারাসমূহ : সিডও সনদে ৬টি পরিচ্ছেদ সংবলিত ৩০টি ধারা রয়েছে। এই ধারার মধ্যে নারী পুরুষের সমতা সংক্রান্ত প্রধান ধারাগুলো নিম্নে আলোচনা করা হলো :
ধারা ১. নারীর প্রতি বৈষম্যের ব্যাখ্যা বা সংজ্ঞা প্রদান।
ধারা ২. বৈষম্য বিলোপ করে নারী-পুরুষের মধ্যে সমতা স্থাপনের নীতিমালা গ্রহণ ।
ধারা ৩. নারীর মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিতকরণ।
ধারা ৪. নারী-পুরুষের মধ্যে প্রকৃত সমতা আনয়নে সাময়িক ও বিশেষ ব্যবস্থা গ্রহণ ।
ধারা ৫. নারী-পুরুষের প্রচলিত ভূমিকা ও কর্মকাণ্ডভিত্তিক নেতিবাচক সংস্কৃতি পরিবর্তন।
ধারা ৬. পতিতাবৃত্তি দূরীকরণে আইনসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ ।
ধারা ৭. রাজনীতি ও জনজীবনের সর্বত্র নারীর অংশগ্রহণের সম অধিকার নিশ্চিতকরণ।
ধারা ৮. আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিরূপে নারীদের প্রেরণ।
ধারা ৯. নারীর জাতীয়তা ও নাগরিকত্ব অধিকার প্রতিষ্ঠা করা।
ধারা ১০. সকল ধরনের শিক্ষা ও প্রশিক্ষণে নারীর সমান অধিকার নিশ্চিতকরণ।
ধারা ১১. চাকরি, কর্মসংস্থান ও কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা।
ধারা ১২. নারীর জন্য মাতৃত্বকালীন পুষ্টি ও স্বাস্থ্য পরিচর্যাসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান।
ধারা ১৩. অর্থনৈতিক ও সামাজিক সুযোগ-সুবিধা প্রাপ্তিতে নারীর সমান অধিকার নিশ্চিতকরণ।
ধারা ১৪. পল্লি নারীদের উন্নয়ন ও তাদের সমঅংশগ্রহণ ও অংশীদারিত্ব নিশ্চিত করা।
ধারা ১৫. নারীর আইনগত ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা।
ধারা ১৬. বিয়েসহ সকল ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার আলোকে যায়, সিডও সনদ হলো মানব সমাজ, সভ্যতার বিকাশ ও উন্নয়নে যুগ যুগ ধরে নারী যে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে তার যথাযথ স্বীকৃতি দান। সমাজ, রাষ্ট্র তথা সমস্ত বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সকল ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে সমতা স্থাপন করা।