ডিগ্রী তৃতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র সাজেশন রিভিউ। ১০০% হুবহু কমন পড়েছে।

ক-বিভাগ 

(ক)স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?

(খ) ব্রিটিশ ভারতে ১৮৭০ সালের চৌকিদার পঞ্চায়েত আইন কে প্রবর্তন করেন?

(গ) গ্রাম্য আদালত কী?

(ঘ) মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয়েছিল?

(ঙ) উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে কী বলা হয়?

(চ) গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কী?

(ছ) জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন?

(জ) ইউনিয়ন পরিষদের কতটি পদ নারী সদস্যদের জন্য সংরক্ষিত?

(ঝ) সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?

(ঞ) জাতীয় অর্থনৈতিক পরিষদ কী?

(ট) BRDB- এর পূর্ণরূপ কী?

খ-বিভাগ 

২।স্থানীয় শাসন কী?

৩।গ্রামীণ নেতৃত্ব কীভাবে গড়ে ওঠে?

৪।মাঠ প্রশাসন বলতে কী বুঝ?

৫।রাজনৈতিক অংশগ্রহণ কী?

৬।ইউনিয়ন পরিষদের গঠন প্রণালী বর্ণনা কর।

৭।পল্লী উন্নয়ন কী?

৮।ক্ষুদ্র ঋণের সংজ্ঞা দাও।

৯।সবুজ বিপ্লব কী?

গ-বিভাগ 

১০। স্থানীয় সরকারের মূলনীতিসমূহ আলোচনা কর ।

১১। উপজেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

১২। বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা কর।

১৩। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা কর।

১৪। বাংলাদেশের গ্রামীণ সমাজ কাঠামো পরিবর্তনের কারণসমূহ উল্লেখ কর।

১৫। বাংলাদেশে গ্রামীণ কোন্দলের কারণসমূহ আলোচনা কর।

১৬। বাংলাদেশে জামীণ ক্ষমতা কাঠামো উদাহরণসহ আলোচনা কর।

১৭। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যাসমূহ তুলে ধর।