Download Our App

পুষ্টিরসংজ্ঞা দাও।

পুষ্টির সংজ্ঞা

পুষ্টি (Nutrition) হলো একটি জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে একটি জীব তার পরিবেশ থেকে খাদ্যবস্তু গ্রহণ করে, সেই খাদ্যকে পরিপাক (হজম), শোষণ এবং আত্তীকরণ করার মাধ্যমে:

  • দেহ গঠনবৃদ্ধি সাধন করে।
  • শরীরের ক্ষয়পূরণ করে।
  • দেহের প্রয়োজনীয় শক্তির (তাপ ও শক্তি) চাহিদা মেটায়।
  • শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা অর্জন করে।

সহজ কথায়, পুষ্টি হলো সেই প্রক্রিয়া যা খাদ্য থেকে উপাদান সংগ্রহ করে দেহকে সচল, সুস্থ ও সবল রাখে। খাদ্যবস্তুর এই গুণাগুণই হলো পুষ্টি।


এক কথায়: পুষ্টি হল সেই পদ্ধতি, যার মাধ্যমে খাদ্য গৃহীত হয়ে দেহে বৃদ্ধি, ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনের কাজে লাগে।

পুষ্টি সম্পর্কে আপনার আর কোনো নির্দিষ্ট উপাদান বা বিষয় জানার আছে কি?