বঙ্গ নামের উল্লেখ সর্বপ্রথম ঐতরেয় আরণ্যক গ্রন্থে পাওয়া যায়।
এই বেদাঙ্গ গ্রন্থটি খ্রিস্টপূর্ব ১০০০ অব্দে রচিত বলে ধারণা করা হয়। ঐতরেয় আরণ্যকে বঙ্গ জনগোষ্ঠীকে ‘বাঙ্গাল’ বলে উল্লেখ করা হয়েছে।
তবে, ‘বঙ্গ’ নামের উৎপত্তি এবং এর নির্দিষ্ট অর্থ নিয়ে বিতর্ক রয়েছে।
কিছু পণ্ডিত মনে করেন ‘বঙ্গ’ শব্দটি ‘বাঙ্গ’ নামক একটি জনগোষ্ঠীর নাম থেকে এসেছে, আবার অন্যরা মনে করেন এটি ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে তৈরি।
অন্যান্য গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ:
- আপস্তম্ব ধর্মসূত্র (খ্রিস্টপূর্ব ৬০০ অব্দ)
- মহাভারত (খ্রিস্টপূর্ব ৪০০ অব্দ)
- পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সাগর (১ম শতাব্দী খ্রিস্টাব্দ)
- প্তোলেমির জিওগ্রাফি (২য় শতাব্দী খ্রিস্টাব্দ)
উল্লেখ্য যে, ‘বাংলা’ নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে।
কিছু পণ্ডিত মনে করেন ‘বাংলা’ শব্দটি ‘বঙ্গ’ শব্দের অপভ্রংশ, আবার অন্যরা মনে করেন এটি ‘বাঙ্গাল’ জনগোষ্ঠীর নাম থেকে এসেছে।