অথবা, মজুরি বলতে কি বুঝ?
অথবা, মজুরির ধারণা দাও।
উত্তর : মজুরী : সাধারণ অর্থে শ্রমিকের পারিশ্রমিককে মজুরি বলে। উৎপাদন কাজে শ্রমিক তার দৈহিক বা মানসিক শ্রম দানের বিনিময়ে যে অর্থ বা পারিশ্রমিক লাভ করে তাকে অর্থনীতিতে মজুরি বলে। যেমন, অধ্যাপক, ডাক্তার নার্স প্রভৃতি নিজ নিজ পেশায় নিয়োজিত থেকে পারিশ্রমিক লাভ করে। এইরূপ পারিশ্রমিককেই মজুরি বলে। সাধারণত মনে করা হয় অন্যের অধীনে কাজ করলে মজুরি পাওয়া যায়। কিন্তু নিজের উৎপাদন ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করলেও দাম স্বরূপ মজুরি পাওয়া যায়। এইরূপ ক্ষেত্রে অন্যের জমিতে কাজ বা কারখানায় কাজ করলে যে আয় পেত তাই তার মজুরি। সুতরাং শ্রমিক স্বাধীনভাবে নিজের বা অন্যের অধীনে কাজ করে যে পারিশ্রমিক লাভ করে তাই মজুরি।