অথবা, মুনাফা সম্পর্কে ধারণা দাও।
উত্তর : সংঘাঠক বা উদ্যোক্তার আয়কে মুনাফা বলে। মোট বিক্রয়লব্ধ আয় হতে অন্যান্য উপাদানের পারিশ্রমিক যেমন- ভূমির খাজনা, শ্রমের মজুরি এবং মূলধনের সুদ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে মুনাফা বলে। এই জন্য মুনাফাকে আবার অবশিষ্ট আয়ও বলা হয়। একজন উৎপাদনকারী তথা সংগঠন উৎপাদনের সকল উপকরণ একত্রিত করে উৎপাদন কার্য পরিচালনা করে। এক্ষেত্রে তার সাংগঠনিক দক্ষতা ও ক্ষমতা কাজে লাগিয়ে উৎপাদন ক্ষেত্রে লাভ- লোকসানের ঝুঁকি বহন করে। এই জন্য মুনাফাকে অনেক সময় ঝুঁকি বহনের পুরস্কার হিসেবেও আখ্যায়িত করা হয়। অধ্যাপক হলের মতে, ‘মুনাফা হল উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের পুরস্কার’। একবাক্যে উৎপাদন কার্য পরিচালনার জন্য, লাভ- লোকসানের ঝুঁকি গ্রহণের জন্য উদ্যোক্তা যে পারিশ্রমিক লাভ করে তাকে মুনাফা বলে। উদ্দ্যোক্তার মুনাফাকে দুইভাগে ভাগ করা যায়।