শ্রম কাকে বলে?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, শ্রমের ধারণা দাও।

উত্তর: উৎপাদন কাজে নিয়োজিত মানুষের কায়িক ও মানসিক সব পরিশ্রমকেই শ্রম বলা হয়। শ্রম উৎপাদনের একটি আদি ও অপরিহার্য উপাদান। শ্রম ছাড়া কোন উৎপাদনই সম্ভবপর নয়। শারীরিক ও মানসিক যে কোন প্রচেষ্টা যা। হারা অর্থ উপার্জন করা হয় তাকে শ্রম বলা হয়।

অধ্যাপক মার্শালের মতে, “পরিশ্রম হতে প্রাপ্ত আনন্দ লাভের উদ্দেশ্য ছাড়া সম্পূর্ণ বা আংশিক অপর কোন উপকারের উদ্দেশ্যে শারীরিক অথবা মানসিক পরিশ্রমকে শ্রম বলা হয়।”

মোট কথা শ্রম উৎপাদনের একটি আবশ্যকীয় উপাদান। শ্রম ছাড়া উৎপাদন সম্ভব নয়।