অথবা, নিম খাজনা কাকে বলে?
উত্তর:ভূমিকা: অধ্যাপক মার্শাল অর্থনীতিতে ‘নিম খাজনা’ ধারণা প্রবর্তন করেন। তিনি রিকার্ডো ও অন্যান্য ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ অপেক্ষা খাজনা তত্ত্বকে আরও প্রসারিত করেন। নিও-ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ মনে করেন, খাজনা শুধু জমির ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং যে কোন উপাদানের আয়ের মধ্যে খাজনার অস্তিত্ব থাকতে পারে। এ ধারণার প্রেক্ষিতে নিম খাজনা আলোচিত হয়।
নিম্নে খাজনার কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো:
অধ্যাপক মার্শালের মতে, “মানুষের সৃষ্ট উৎপাদনের উপকরণ হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় হয়, তাই নিম খাজনা।”
ডেভিড রিকার্ডোসহ বিভিন্ন ক্লাসিক্যাল অর্থনীতিবিদের ধারণা অনুযায়ী জমি থেকে যে ‘উদ্বৃত্ত আয়’ হয় তাই খাজনা। আধুনিক অর্থনীতিবিদ অধ্যাপক P. A Samuoelson বলেন, “যে কোন উপকরণের যোগান যদি সাময়িকভাবে স্থির থাকে তাহলে তার আয়কে নিম খাজনা বলা বলে।”
অধ্যাপক D. Salvatore বলেন, “নিম খাজনা হল মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয়ের বিয়োগ ফল।”
উপসংহারঃ উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, নিম খাজনা স্বল্পকালের সাথে সম্পর্ক যুক্ত এবং এরূপ খাজনা সে আয়কে নির্দেশ করে যা কেবল স্থির উপকরণের ক্ষেত্রে প্রযোজ্য। দীর্ঘকালে স্থির উপকরণ থাকে না বিধায়
তখন এই খাজনার পরিমাণ শূন্য হয়।