খাজনা কত প্রকার ও কি কি আলোচনা কর।

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, মোট খাজনা ও নীট বা অর্থনৈতিক খাজনার সংজ্ঞা দাও।

উত্তর : সাধারণ অর্থে খাজনা বলতে জমি, বাড়ি, দোকান, গাড়ি এসব ব্যবহার বাবদ নির্দিষ্ট সময়ান্তে চুক্তিভিত্তিক অর্থ প্রদানকে বুঝানো হয়। কিন্তু অর্থনীতিতে ‘খাজনার’ অর্থ ভিন্নতর এবং ‘খাজনা’ শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে ‘খাজনা’ বলতে ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ হতে অর্জিত আয়কে বুঝায়। খাজনা প্রধানত দু’প্রকার। যথাঃ

(ক) মোট খাজনা ও

(খ) নীট খাজনা

(ক) মোট খাজনা: কোন নির্দিষ্ট জমি বা বাড়ী নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের বিনিময়ে ব্যবহারকারী তার মালিককে সর্বসাকুল্যে যে পরিমাণ অর্থ প্রদান করে, তাকে মোট খাজনা বলে।

ধরা যাক,

সুদ = ২০ টাকা

মজুরি = ৩০ “

মুনাফা = ১০” সহ ১০০ টাকা খাজনা হিসেবে প্রদান করে। সুতরাং মোট খাজনা = ১০০ টাকা।

(খ) নীট বা অর্থনৈতিক খাজনা: অর্থনীতিতে শুধু অস্থিতিস্থাপক উপকরণ (যেমন-জমি), ব্যবহারের জন্য এর মালিককে যে অর্থ দেওয়া হয়, তকে নিট বা অর্থনৈতিক খাজনা বলে।

অর্থনৈতিক খাজনা = ১০০ (২০ সুদ ৩০ মজুরি ১০ মুনাফা) টাকা = ১০০ – ৬০”
= ৪০ টাকা