অথবা, দ্রব্য পৃথকীকরণের ধারণা কি?
উত্তর : চেয়ারুলীদের একচেটিয়া প্রতিযোগিতা তত্ত্বে দ্রব্য পৃথকীকরণ একটি অন্যতম বিষয়। বিভিন্ন ফার্মের উৎপাদিত দ্রব্যগুলো অনেকটা সদৃশ্য হলেও একটিকে অপরটি থেকে পৃথক করা সম্ভব। দ্রব্যের পৃথকীকরণের অর্থ হলো বিভিন্ন ফার্মের উৎপাদিত পণ্য সমজাতীয় নয়। দ্রব্যগুলোর মধ্যে গুণগত ও বহিরাবরণের দিক থেকে পার্থক্য থাকে। বাস্তবে খুব কম সংখ্যক দ্রব্য আছে যাদের কোন নিকট বিকল্প নেই। একইভাবে খুব কম দ্রব্য আছে, যারা সর্বাংশে সদৃশ্য (একই রকম)। বরং অনেক দ্রব্য আছে যাদের কোনো কোনটির জন্য অল্প সংখ্যক বিকল্প আছে এবং কিছু দ্রব্যের অনেক বিকল্প আছে, তবে তারা হয়তো সম্পূর্ণ বিকল্প নয়। প্রত্যেক উৎপাদক তার দ্রব্য অন্যদের থেকে আলাদা করতে চায়, যাতে তা একক বা অদ্বিতীয় হিসেবে ক্রেতার কাছে গণ্য হয়। অর্থাৎ, দ্রব্যগুলোকে গুণগত, বহিরাবণ, ট্রেড মার্ক, লেভেল, পৃথক রং ও ডিজাইনের মাধ্যমে পৃথক করাকে দ্রব্য পৃথকীকরণ বলা হয়।