ডুয়োপলি বাজার বলতে কি বুঝ?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, ডুয়োপলি বাজারের ধারণা দাও।

উত্তর : সাধারণত যে বাজারে দু’জন মাত্র বিক্রেতা থাকে তাকে ডুয়োপলি বাজার বলে। অলিগোপলি বাজারের একটি বিশেষ রূপ হলো ডুয়োপলি।

ডুয়োপলি বাজার: ইংরেজি Duopoly শব্দটি Duo এবং Poly শব্দের সমন্বয়ে গঠিত। Duo শব্দের অর্থ দুজন এবং Poly শব্দের অর্থ বিক্রেতা অর্থাৎ, দু’জন বিক্রেতার বাজারকে ডুয়োপলি বাজার বলা হয়। অন্যকথায়, ডুয়োপলি বাজার বলতে এমন এক ধরনের বাজার ব্যবস্থাকে বুঝায় যেখানে মাত্র দুটি ফার্ম কোন পণ্যের যোগান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে।

এ বাজারে ফার্মের মূল লক্ষ্য হচ্ছে নীট আয় সর্বাধিক করা। ডুয়োপলি বাজারে প্রতিটি ফার্ম দ্রব্যের দাম ও উৎপাদন
সিদ্ধান্ত গ্রহণে প্রতিযোগীর দাম ও উৎপাদন নীতি দ্বারা প্রভাবিত হয়।

উদাহরণ : ভুয়োপলির প্রকৃষ্ট উদাহরণ হলো পেপসি কোলা ও কোকাকোলা।

বৈশিষ্ট্য: ডুয়োপলি বাজারে নিম্নোক্ত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়-

১. দুটি ফার্ম নিয়ে শিল্প গঠিত।

২. দ্রব্যগুলো সমজাতীয়।

৩. বাজারে নতুন শিল্পের প্রবেশ নিষিদ্ধ।

৪. একটি ফার্ম অপর ফার্মের আচরণ দ্বারা প্রভাবিত হয়।

৫. প্রতিটি ফার্মের মধ্যে তীব্র প্রতিদ্বন্দিতা লক্ষ্য করা যায়।

উপসংহার: উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, যে বাজারে মাত্র দু’জন বিক্রেতা (দুটি ফার্ম) কোনো পণ্যের সম্পূর্ণ উৎপাদন বা যোগান নিয়ন্ত্রণ করে থাকে ডুয়োপলি বাজার হিসেবে অভিহিত করা হয়।