অলিগোপলি ও পূর্ণপ্রতিযোগিতার মধ্যে পার্থক্য কি?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, অলিগোপলি ও পূর্ণপ্রতিযোগিতার মধ্যে বৈসাদৃশ্যগুলো তুলে ধর।

উত্তর: অধিয়োপনি বাজার ও পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের মধ্যে বিভিন্ন বিষয়ে পার্থক্য পরিলক্ষিত হয়। নিম্নে তা উল্লেখ করা হলো:

পার্থক্যের বিষয় প্রতিযোগিতামূলক বাজার অলিগোপলি বাজার
১.সঙ্গাগত যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে তাদের মধ্যে পূর্ণ দরকষাকষির মাধ্যমে একটি সমজাতীয় দ্রব্য নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় হয় তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।যে বাজারে কয়েকটি মাত্র প্রতিষ্ঠান কোন দ্রব্যের সরবরাহ নিয়ন্ত্রণ করে তাকে অলিগোপলি বাজার বলে।
২.ক্রেতা বিক্রেতা এ বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে। এ বাজারে ক্রেতা অসংখ্য কিন্তু বিক্রেতা সীমিত সংখ্যক।
৩.প্রবেশ স্থান এ বাজারে ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থানের সুযোগ আছে। এ বাজারে ফার্মের প্রবেশ ও প্রস্থানের অধিকার সীমিত।
৪.দ্রব্যের প্রকৃতি এ বাজারে দ্রব্যগুলো সমজাতীয় হয়। এ বাজারের দ্রব্যগুলো সমজাতীয় বা পৃথকীকৃত দুই হয়ে থাকে।
৫.চাহিদা এ বাজারে চাহিদা সম্পর্কে ধারণা লাভ করা যায়।অলিগোপলি বাজারে চাহিদা অনির্ধারিত থাকে।
৬.দামের উপর প্রভাব এ বাজারে কোন ফার্ম দামের উপর এককভাবে প্রভাব বিস্তার করতে পারে না।এ বাজারে ফার্মগুলো দামের উপর কম বেশি প্রভাব বিস্তার করতে পারে।
৭.অস্তিত্ব পূর্ন প্রতিযোগিতামূলক বাজারের অস্তিত্ব নেই।অলিগোপলি একটি বাস্তব ধারণা।
৮.মুনাফা এ বাজারে স্বল্পমেয়াদে অস্বাভাবিক ও ঋণাত্বক মুনাফার সম্মুখীন হতে পারে।অলিগোপলি বাজারে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে।
৯.ভারসাম্যের শর্ত পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের শর্ত হলো- P = MR = MCঅলিগোপলি বাজারে ভারসাম্যের শর্ত হলো P = AR > MR.