অথবা, MR ও MC রেখার সাহায্যে ফার্মের ভারসাম্য অবস্থা ব্যাখ্যা কর।
উত্তর : ভূমিকা : কোন ফার্মের সর্বোচ্চ মুনাফা অর্জনের বিষয়টি প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় রেখার দ্বারা ব্যাখ্যা করা যায়। প্রান্তিক আয় (MR) ও প্রান্তিক ব্যয় (MC) রেখার মাধ্যমে সর্বোচ্চ মুনাফা নির্ধারণের শর্ত হল দুটি। তাহল:
১. প্রয়োজনীয় শর্ত (Necessary Condition) ঃ যে বিন্দতে প্রান্তিক আয় (MR) ও প্রান্তিক ব্যয় (MC) পরস্পর ছেদ করে, সেই বিন্দুতে ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত পালিত হয়। অর্থাৎ, MR MC.
২. পর্যাপ্ত শর্ত (Sufficient Condition): ভারসাম্য বিন্দুতে MC রেখা MR রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। অর্থাৎ, ভারসাম্য বিন্দুতে MC রেখার ঢাল MR রেখার ঢাল অপেক্ষা বেশী হবে। কোন উৎপাদন ক্ষেত্রে অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে মোট আয় যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক আয় (MR) বলে। আবার এক একক উৎপাদন বৃদ্ধির ফলে উৎপাদনের মোট ব্যয় যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক ব্যয় বলে।
যতক্ষণ পর্যন্ত প্রান্তিক আয় (MR), প্রান্তিক ব্যয় (MC) অপেক্ষা বেশী থাকে ততক্ষণ পর্যন্ত ফার্মের জন্য উৎপাদনের পরিমাণ বাড়ানো লাভজনক হবে। এ কারণে প্রান্তিক আয় MR) ও প্রান্তিক ব্যয় (MC) সমান না হওয়া পর্যন্ত ফার্ম উৎপাদনের পরিমাণ বাড়াতে থাকবে। যে বিন্দুতে প্রান্তিক আয় (MR) ও প্রান্তিক ব্যয় (MC) পরস্পর সমান হবে সেই বিন্দুতে ফার্মের ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।
চিত্রের সাহায্যে ব্যাখ্যাঃ নিম্নে চিত্রে MR ও MC রেখার মাধ্যমে ফার্মের ভারসাম্য দেখানো হল।
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ ও লম্ব অক্ষে-দ্রব্যের দাম, প্রান্তিক আয়, প্রান্তিক ব্যয় নির্দেশ করে। চিত্রে । বিন্দুতে MR রেখাকে MC রেখা ছেদ করে উপরে উঠেছে। তাই । বিন্দুতে ভারসাম্য অর্জনের বা মুনাফা সর্বাধিকরণের প্রয়োজনীয় ও পর্যাপ্ত শর্ত পালিত হয়। এক্ষেত্রে উৎপাদনের পরিমাণ বা ভারসাম্য উৎপাদন হবে OMI
এক্ষেত্রে মুনাফার পরিমাণ,
II=TRTC
= (OP) (OM)-(OA) (OM)
=OPBM-OATM
= PBTA
উপসংহারঃ আলোচনার পরিশেষে আমরা বলতে পারি যে বিন্দুতে MC = MR হয় সেই বিন্দুতে উৎপাদনকারির ভারসাম্য অর্জিত হয়।