ক্রমহ্রাসমান ব্যয় পরিস্থিতিতে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের ভারসাম্য হতে পারে কি?

রকেট সাজেশন
রকেট সাজেশন

উত্তর : ভূমিকা : আমরা জানি পূর্ণ প্রতিযোগীতামূলক বাজারের ভারসাম্যের শর্ত MC = MR এবং ভারসাম্য বিন্দুতে MC রেখা ধনাত্মক। এই শর্ত পূরণ করে ক্রমহ্রাসমান ব্যয় পরিস্থিতিতে পূর্ণ প্রতিযোগী ফার্মের ভারসাম্য সম্ভব কিনা, তা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো-

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন ফার্ম ভারসাম্যাবস্থায় পৌঁছাতে দুটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে।

১. MC= MR হতে হবে। এটি ভারসাম্যের প্রথম প্রয়োজনীয় শর্ত।

২. ভারসাম্য বিন্দুতে MC রেখা MR রেখাকে নিচের দিক ছেদ করে উপরে উঠবে।

চিত্রের সাহায্যে ব্যাখ্যাঃ

চিত্রে L বিন্দুতে ON পরিমাণ উৎপাদন স্তরে প্রান্তিক আয়ও প্রান্তিক ব্যয় সমান হওয়া সত্ত্বে ও ফার্মের মুনাফা সর্বোচ্চ হতে পারেনি।

কারণ L বিন্দুর পর প্রান্তিক খরচ রেখা MC প্রান্তিক আয় রেখা MR এর নিচে অবস্থান করায় উৎপাদন বাড়ালে ফার্মের মুনাফা বাড়বে। সুতরাং L. বিন্দুতে MC= MR হওয়া সত্ত্বেও এটি ভারসাম্য অবস্থা হবে না।

ভারসাম্যের দ্বিতীয় শর্তটি হল ভারসাম্য বিন্দুতে প্রান্তিক খরচ রেখা প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে। পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের MR রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এ অবস্থায় MC রেখাকে MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করতে হলে ভারসাম্য বিন্দুতে MC রেখাকে অবশ্যই উর্ধ্বগামী হতে হবে। কারণ একটি নিম্নগামী রেখা কখনই ভূমি অক্ষের সমান্তরাল রেখাকে নিচের দিক থেকে ছেদ করতে পারে না। সুতরাং ভারসাম্য বিন্দুতে MC রেখা অবশ্যই উর্ধ্বগামী হবে। অর্থাৎ ক্রমবর্ধমান খরচ পরিস্থিতি বিরাজ করবে।

চিত্রে) বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় ও পর্যাপ্ত শর্ত দুটিই পালিত হওয়ায় বিন্দুতে মুনাফা সর্বোচ্চ হয়েছে ও ফার্ম ভারসাম্য লাভ করেছে।

ক্রমহ্রাসমান ব্যয় পরিস্থিতি: ক্রমহ্রাসমান খরচ পরিস্থিতিতে ফার্মের উৎপাদন বৃদ্ধি পেলে গড় পরিবর্তনীয় খরচ ক্রমাগত হ্রাস পাবে। ফলে MC ও উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে অব্যাহত গতিতে কমতে থাকবে। দেখা যাচ্ছে যে, গড় পরিবর্তনীয় খরচ (AVC) ও প্রান্তিক খরচ (MC) রেখা নিম্নগামী।

ক্রমহ্রাসমান খরচ পরিস্থিতিতে উৎপাদন যত বৃদ্ধি পাবে ফার্মের মুনাফাও তত বাড়তে থাকবে। ফলে উৎপাদনের কোন স্তরেই MC ক্রমবর্ধমান হবে না। এবং সে কারণে MC রেখা কখনই উর্ধ্বগামী হবে না। ফলে এরূপ ক্ষেত্রে উৎপাদনের কোন পর্যায়েই MC রেখা আনুভূমিক MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করতে পারবে না। কাজেই ক্রমহ্রাসমান খরচ পরিস্থিতিতে উৎপাদনের কোন স্তরেই MC রেখা উর্ধ্বগামী না হওয়ায় ভারসাম্যের পর্যাপ্ত শর্ত পালিত হবে না এবং ফার্মও কখনও ভারসাম্য অবস্থায় পৌঁছাবে না।

চিত্রে, Q বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত MC = MR পালিত হলেও ভারসাম্য বিন্দুতে উর্ধ্বগামী MC রেখার পর্যাপ্ত শর্ত পালিত হয় নি।

উপসংহারঃ পরিশেষে বলা যায়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রমহ্রাসমান খরচ পরিস্থিতিতে কখনও ফার্মের মুনাফা সর্বোচ্চকারী তথা ভারসাম্য উৎপাদনের পরিমাণ নির্ধারণ করা যাবে না। ক্রমহ্রাসমান ব্যয় পরিস্থিতিতে ফার্মের ভারসাম্য হতে পারে না।