আজকে আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আমাদের পরিবারের আয়ের উৎস গুলো খুঁজে বের করলাম। আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছয়জন। আমি, আমার বাবা, মা, দুই ভাই এবং এক বোন।
আমাদের পরিবারের প্রধান আয়ের উৎস হলো আমার বাবার চাকরি। তিনি একজন সরকারি কর্মকর্তা। তার বেতন থেকে আমাদের পরিবারের মাসিক আয় প্রায় ৩০,০০০ টাকা। এছাড়াও, আমার মা একজন গৃহিণী। তিনি বাড়ির কাজের পাশাপাশি কখনও কখনও সেলাই করে কিছু আয় করেন। তার মাসিক আয় প্রায় ৫,০০০ টাকা।
আমার ভাই দুজনেই স্কুলের ছাত্র। তারা দুজনেই প্রতি মাসে টিউশনির টাকা পায়। তাদের মাসিক আয় প্রায় ১০,০০০ টাকা। আমার বোনও স্কুলের ছাত্রী। সে এখনও টিউশনির কাজ শুরু করেনি।
আমাদের পরিবারের মোট মাসিক আয় প্রায় ৪৫,০০০ টাকা। এছাড়াও, আমরা আমাদের বাড়ির জমির কিছু অংশ ভাড়া দিয়ে কিছু আয় করি। আমাদের বাড়ির জমির মাসিক ভাড়া প্রায় ৫,০০০ টাকা।
আমাদের পরিবারের মোট মাসিক আয় প্রায় ৫০,০০০ টাকা। এই আয় থেকে আমরা আমাদের পরিবারের সকল খরচ মেটাতে পারি। আমাদের পরিবারের আয়ের উৎস গুলো নিম্নরূপ:
- আমার বাবার চাকরি
- আমার মায়ের সেলাই করা
- আমার দুই ভাইয়ের টিউশনির টাকা
- আমার বাড়ির জমির ভাড়া
আমাদের পরিবারের আয়ের উৎস গুলো বেশ বৈচিত্র্যময়। এর ফলে আমাদের পরিবারের আয়ের নিরাপত্তা অনেক বেশি।