পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ধর্মগুলো বর্ণনা কর।

উত্তর:প্রারম্ভিক কথাঃ চাহিদা ও যোগানের মধ্যে পূর্ণ প্রতিযোগিতার ভিত্তিতে পণ্য মূল্য নির্ধারিত হলে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। নিম্নে পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজারের বৈশিষ্ট্য উল্লেখ করা হল।

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার :

বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা পরিবহন বাই শূন্য
সম জাতীয় দ্রব্য অবাধ প্রবেশ ও প্রস্থান
স্থির দাম বাজার সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান
যুক্তিসঙ্গত আচরণ চাহিদা স্থিতিস্থাপকতা
ক্রয়-বিক্রয়ের স্বাধীনতা পূর্ণ পরিবর্তন দ্রব্য
একদাম ব্যয় সর্বনিম্ন করন
প্রেমের পূর্ণ গতিশীলতা উপযোগ ও মুনাফা সর্বোচ্চ করন

১. বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতাঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজাবে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে। এখানে কোন ক্রেতা বা বিক্রেতা এককভাবে দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না।

২. সমজাতীয় দ্রব্য: এ বাজারে সকল বিক্রেতাই সমজাতীয় দ্রব্য বা একই গুণসম্পন্ন দ্রব্য বিক্রি করে। ফলে সকল পণ্যের দাম একই।

৩. স্থির দামঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম স্থির থাকে। ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক ক্রিয়া- প্রতিক্রিয়ার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয় এবং নির্ধারিত দামেই দ্রব্যের ক্রয়-বিক্রয় হয়।

৪. যুক্তি সঙ্গত আচরণঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যুক্তিসঙ্গত আচরণ খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতারা সর্বদাই কম দামে দ্রব্য ক্রয় করার চেষ্টা করবে এবং বিক্রেতারাও অস্বাভাবিক দাম চাইবে না।

৫. ক্রয়-বিক্রয়ের স্বাধীনতাঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতার উভয়েরই মধ্যে দ্রব্য ক্রয়-বিক্রয়ের পূর্ণ স্বাধীনতা থাকবে।

৬. একদামঃ পূর্ণ প্রতিযোগিতামূলক দ্রব্যের বাজার চাহিদা ও বাজার যোগানের ভিত্তিতে যে ভারসাম্য দাম নির্ধারিত হয় তা সর্বদাই সমান থাকে। ফলে এ দামে যে কোন ক্রেতা বা বিক্রেতার যে কোন পরিমাণ দ্রব্য ক্রয় বা বিক্রয় করতে পারে।

৭. উপকরণের পূর্ণ গতিশীলতাঃ পূর্ণ প্রতিযোগিতার একটি শর্ত হল বিভিন্ন শিল্পের মধ্যে উৎপাদনের উপকরণগুলোর অবাধ চলমানতা। উপকরণের অবাধ গতিশীলতার কারণে পূর্ণ প্রতিযোগিতার উপকরণের দাম অভিন্ন হয়ে পড়ে।

৮. পরিবহণ ব্যয় শূণ্য: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন পরিবহন ব্যয় ধরা হয় না। কেননা, পরিবহন ব্যয় বিবেচনা করলে দ্রব্য সমজাতীয় হলেও দ্রব্য মূল্যের পার্থক্য বা বিভিন্নতা সৃষ্টি হতে পারে।

৯. অবাধ প্রবেশ ও প্রস্থানঃ এ বজারে যে কোন নতুন প্রতিষ্ঠান বাজারে প্রবেশ করতে পারে এবং যে কোন প্রতিষ্ঠান কারবার বন্ধ করে বাজার হতে প্রস্থান করতে পারে।

১০. বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞানঃ দ্রব্যের চাহিদা, যোগান, দাম ইত্যাদি সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার পূর্ণ ধারণা থাকে।

১১. চাহিদার স্থিতিস্থাপকতাঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চাহিদা সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়।

১২. পূর্ণ পরিবর্তক দ্রব্য: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যটির অতি নিকট পরিবর্তক দ্রব্য থাকে।

১৩. ব্যয় সর্বনিম্নকরণ: এ বাজারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ব্যয় সর্বনিম্নকরণের মাধ্যমে মুনাফা সর্বোচ্চকরণ।

১৪. উপযোগ ও মুনাফা সর্বোচ্চকরণঃ এ বাজারে ক্রেতা এমনভাবে ক্রয় করে যাতে তার উপযোগ সর্বোচ্চ হয় এবং উৎপাদনকারি এমনভাবে উৎপাদন করে যাতে মুনাফা সর্বোচ্চ হয়।

উপসংহার: পরিশেষে বলা যায়, পূর্ণ-প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো থেকে অন্যন্য বাজারকে সহজেই বুঝাতে পারা যায়।