ফার্মের ভারসাম্য বলতে কি বুঝ?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, ফার্মের ভারসাম্য কি?

উত্তর : কার্মের ভারসাম্য বলতে উৎপাদনের এমন একটি কাম্য অবস্থাকে বুঝানো হয়, সেখানে পৌঁছানোর পর অন্য কোন অবস্থায় ফার্মের সরে যাবার প্রবণতা থাকে না।

অন্যভাবে বলা যায়, একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামের প্রেক্ষিতে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করে ফার্ম যদি সিদ্ধান্তে আসে যে, সেখানেই তার মুনাফা সর্বোচ্চ হবে এবং অপর কোন বিন্দুতে এর চেয়ে মুনাফা বাড়বে না, তবে সেই উৎপাদন বিন্দুকে ফার্মের ভারসাম্য বিন্দু (Equilibrium Point) বলা যায়। ফার্মের ভারসাম্যাবস্থা বিশ্লেষণে নিম্নোক্ত অনুমিত শর্তাবলী বিবেচনা করতে হয়।

১। ফার্মের উৎপাদিত দ্রব্য একটি।

২। উৎপাদক যুক্তিশীল

৩। সর্বাধিক মুনাফা অর্জন করা উৎপাদকের লক্ষ্য-

৪। সর্বনিম্ন ব্যয় উৎপাদনের লক্ষ্য অব্যাহত

৫। প্রতিটি উপাদানের মূল্য দেওয়া থাকবে।