ফার্ম ও প্লান্টের মধ্যে পার্থক্য কি?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, ফার্ম ও প্লান্টের মধ্যে তুলনা কর।

উত্তর : ফার্ম ও প্লান্ট শব্দদ্বয় প্রায়ই একই সাথে উচ্চারিত হলেও এদের মধ্যে কতগুলো মৌলিক পার্থক্য বিদ্যমান। পার্থক্যগুলো নিম্নে উল্লেখ করা হল:

ফার্ম প্লান্ট
সংজ্ঞাগত যে প্রতিষ্ঠান একটি বিশেষ পণ্য উৎপাদনের জন্য একজন কিংবা একাধিক সংগঠক কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয় তাকে বলে ফার্ম। একটি ফার্মের অন্তর্ভুক্ত উৎপাদনের প্রতিটি আলাদা ক্ষেত্রকে প্লান্ট বলে।
গঠন এক বা একাধিক প্ল্যান্টের সমন্বয়ে ফার্মগঠিত। প্লান্ট হলো ফার্ম এর একটি অংশ।
ধারণা ফার্ম একটি বৃহত্তর ধারণা। প্লান্ট একটি ক্ষুদ্রতার ধারণা।
প্রকার মালিকানার ভিত্তিতে ফার্ম এক মালিকানা অংশীদারী যৌথ ও সমবায় ফার্ম হতে পারে। প্ল্যান্টের ক্ষেত্রে এরূপ শ্রেণীবিভাগ করা যায় না।
উদাহরণ এক একটি কাগজ কল বা গার্মেন্টস কারখানা হলো এক একটি ফার্ম। কোন একটি ফার্মের অধীনে পেট্রোল পাম্প একটি খনি একটি স্টোর একটি গাড়ি মেরামত কারখানা থাকতে পারে এক্ষেত্রে প্রতিটি ব্যবসায়িক ক্ষেত্র একটি আলাদা প্লান্ট হিসেবে বিবেচিত।