অথবা, ফার্ম ও প্লান্টের মধ্যে তুলনা কর।
উত্তর : ফার্ম ও প্লান্ট শব্দদ্বয় প্রায়ই একই সাথে উচ্চারিত হলেও এদের মধ্যে কতগুলো মৌলিক পার্থক্য বিদ্যমান। পার্থক্যগুলো নিম্নে উল্লেখ করা হল:
ফার্ম | প্লান্ট | |
সংজ্ঞাগত | যে প্রতিষ্ঠান একটি বিশেষ পণ্য উৎপাদনের জন্য একজন কিংবা একাধিক সংগঠক কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয় তাকে বলে ফার্ম। | একটি ফার্মের অন্তর্ভুক্ত উৎপাদনের প্রতিটি আলাদা ক্ষেত্রকে প্লান্ট বলে। |
গঠন | এক বা একাধিক প্ল্যান্টের সমন্বয়ে ফার্মগঠিত। | প্লান্ট হলো ফার্ম এর একটি অংশ। |
ধারণা | ফার্ম একটি বৃহত্তর ধারণা। | প্লান্ট একটি ক্ষুদ্রতার ধারণা। |
প্রকার | মালিকানার ভিত্তিতে ফার্ম এক মালিকানা অংশীদারী যৌথ ও সমবায় ফার্ম হতে পারে। | প্ল্যান্টের ক্ষেত্রে এরূপ শ্রেণীবিভাগ করা যায় না। |
উদাহরণ | এক একটি কাগজ কল বা গার্মেন্টস কারখানা হলো এক একটি ফার্ম। | কোন একটি ফার্মের অধীনে পেট্রোল পাম্প একটি খনি একটি স্টোর একটি গাড়ি মেরামত কারখানা থাকতে পারে এক্ষেত্রে প্রতিটি ব্যবসায়িক ক্ষেত্র একটি আলাদা প্লান্ট হিসেবে বিবেচিত। |