পূর্ণ প্রতিযোগিতা ও অপূর্ণ প্রতিযোগতামূলক বাজারের পার্থক্য আলোচনা কর।

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, পূর্ণ প্রতিযোগিতামূলক ও অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে বৈসাদৃশ্যগুলো লিখ।

উত্তর: পূর্ণ প্রতিযোগিতামূলক ও অপূর্ণ প্রতিযোগতামূলক বাজারের পার্থক্য নিম্নে আলোচনা করা হলো-

পার্থক্যের বিষয় পূর্ণ প্রতিযোগী মূলক বাজার অপূর্ণ প্রতিযোগী মূলক
১.সংজ্ঞাগত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন এক ধরণের বাজার ব্যবস্থাকে বুঝায় যেখানে ক্রেতা ও বিত্রেতার মধ্যে দর কষাকষিরযে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দ্রব্যমূল্য নির্ধারণ এবং ক্রয়-বিক্রয়ের পূর্ণ প্রতিযোগিতা থাকে না তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে
২.ক্রেতা বিক্রেতা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা অধিক।অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতার সংখ্যা কম কিন্তু ক্রেতার সংখ্যা অধিক।
৩.পণ্যের প্রকৃতি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যটি সমজাতীয় এবং একই মান সম্পন্ন।এ বাজারের দ্রব্যটি একই ধরণের হলেও
সমজাতীয় বা একই মান সম্পন্ন নয়।
৪.মুনাফা এ বাজারে দীর্ঘ মেয়াদে বিক্রেতা শুধু স্বাভাবিক মুনাফা অর্জন করে এ বাজারে বিক্রেতা দীর্ঘমেয়াদেও স্বাভাবিক বা অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে
৫.দামের উপর প্রভাব এ বাজারে দ্রব্যের চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক এ বাজারে দ্রব্যের চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক নয়
৬.দামের উপর প্রভাব এ বাজারে বিক্রেতা একক ভাবে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে।এ বাজারে প্রত্যেক বিক্রেতা কম বেশি দামের উপর প্রভাব বিস্তার করতে পারে
৭.দাম ও উৎপাদনের পরিমাণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম কম ও উৎপাদনের পরিমাণ বেশি হয। এ বাজারে দ্রব্যের দাম বেশি কিন্তু উৎপাদনের পরিমাণ কম হয়।
৮.বিজ্ঞাপন খরচ এ বাজারে বিজ্ঞাপনের জন্য আলাদা খরচ করতে হয়। এই বাজারে বিজ্ঞাপনের জন্য আলাদা কোনো খরচ লাগে না।
৯.প্রবেশাধিকার এ বাজারে যে কোন অবাধে প্রবেশ ও প্রস্থান করতে পারি। এ বাজারে কোনো র্ফাম অবাধে প্রবেশ ও প্রস্থান করতে পারে না।
১০.পরিবর্তক দ্রব্য পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের নিকটতম পরিবর্তক দ্রব্য থাকে।অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের নিকট পরিবর্তক দ্রব্য থাকে না।
১১.চাহিদা রেখ এ বাজারে বিক্রেতার দ্রব্যের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল এ বাজার বিক্রেতার দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী।
১২. সরকারি নিয়ন্ত্রণপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সরকার
কর্তৃক দাম নিয়ন্ত্রণের উপায়ও নেই, প্রয়োজনও নেই।
সরকার অনেক সময় জনস্বার্থে এ বাজারে দাম নিয়ন্ত্রণ করে থাকে।
১৩.দাম বৈষম্য এ বাজারে বিক্রেতা বিভিন্ন বাজারে একই দামে দ্রব্য বিক্রি করতে বাধ্য হয়।এ বাজারে বিক্রেতা শর্ত সাপেক্ষে বিভিন্ন
বাজারে বিভিন্ন দাম ধার্য করতে পারে।
১৪.ক্রেতাদের শোষণ এ বাজারে বিক্রেতা কর্তৃক ক্রেতাদের
শোষিত হওয়ার কোনরূপ সুযোগ নেই।
এ বাজারে বিক্রেতা ক্রেতাদের শোষণ
করার অবাধ সুযোগ লাভ করে।
১৫.বক্তাদের কল্যাণ এ বাজারে দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে বলে ভোক্তার কল্যাণ অর্জিত হয়।এ বাজারে দীর্ঘকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করে বলে ভোক্তার কল্যাণ হ্রাস পায়।
১৬. শ্রেণিবিভাগপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আর কোন শ্রেণীতে বিভক্ত করা যায় না।এ বাজারকে কতিপয় ভাগে ভাগ করা যায় যেমন- একচেটিয়া, অলিগোপলি ও ডুয়োপলি ইত্যাদি।
১৭. ভারসাম্যউৎপাদনের ভারসাম্য অবস্থায় প্রান্তিক খরচ দামের সমান হয়।এ বাজারে প্রান্তিক খরচ প্রান্তিক আয়ের সমান হয় কিন্তু দামের চেয়ে কম হয়।
১৮. যোগান রেখাএ বাজারে প্রান্তিক খরচ রেখা হল এর যোগান রেখা এবং সকল ফার্মের প্রান্তিক খরচ হল শিল্পের যোগান রেখা।এ বাজারে দামের সঙ্গে যোগানের কোনো সম্পর্ক না থাকায় এরূপ বাজারে শিল্পের যোগান রেখা নির্ণয় করা যায় না।
১৯. বাস্তবতাবাস্তবে পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার কোথায়ও দেখা যায় না।বাস্তবে সকল ক্ষেত্রে অপূর্ণ প্রতিযোগিতামলুক বাজার দেখতে পাওয়া যায়।