অথবা, বাহ্যিক ব্যয় বৃদ্ধির নিয়ামকগুলো তুলে ধর।
উত্তর : ভূমিকা: কোন শিল্প প্রতিষ্ঠানের আয়তন একটি কাম্যমাত্রা ছাড়িয়ে গেলে প্রতিষ্ঠানের বাহির থেকে প্রতিবন্ধকতা বা অসুবিধা দেখা দেয়, এগুলোকে বাহ্যিক অসুবিধা বলে। এর ফলে গড় উৎপাদন ব্যয় বৃদ্ধি পেতে থাকে।
১. পরিবহণজনিত অসুবিধাঃ অধিক উৎপাদনের ফলে মালামাল পরিবহণে অসুবিধা দেখা দেয়। কারণ, পরিবহণ শ্রমিকের চাহিদা বাড়ে, বিশেষ করে ট্রাক ভাড়া বৃদ্ধি পায় এর ফলে গড় উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়।
২. কাঁচামাল ও উপকরণ সংগ্রহ জনিত অসুবিধাঃ উৎপাদনের আয়তন বৃদ্ধি ও শিল্পের প্রসারের ফলে কাঁচামাল সহ অন্যান্য উপকরণের চাহিদা বাড়ে, এর ফলে উপকণ ব্যয় তথা গড় উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়।
৩. বিদ্যুৎ ঘাটতি: উৎপাদনের আয়তন ও শিল্প কারখানার প্রসারের ফলে বিদ্যুতের উপর অধিক চাপ পড়ে তখন বিদ্যুৎ ঘাটতির কারণে প্রত্যেক ফার্মের বাহ্যিক ব্যয় বৃদ্ধি পেতে পারে।
৪. পরিবেশ দূষণ জনিত অসুবিধাঃ শিল্প প্রসারের ফলে কারখানার বর্জ্য পদার্থ পরিবেশ দূষণ করে। তখন পরিবেশ বিশুদ্ধ রাখার জন্য ফার্মের বাহ্যিক ব্যয় বৃদ্ধি পায়।
৫. শ্রম অসন্তোষ জনিত অসুবিধা: উৎপাদনের আয়তন একটি নির্দিষ্ট সীমার পরে বৃদ্ধি করলে, শিল্প প্রতিষ্ঠানের সম্প্রসারণের ফলে বিপুল সংখ্যক শ্রমিকের একস্থানে সমাগম ঘটে। তাদের মধ্যে শৃংখলা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।তখন শ্রম অসন্তোষ, ধর্মঘট ইত্যাদি কারণে উৎপাদনের বাহ্যিক ব্যয় বৃদ্ধি পেতে থাকে। LAC রেখা তখন উর্ধ্বগামী হয়ে থাকে।
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, উপরোক্ত বাহ্যিক ব্যয় বৃদ্ধির কারণগুলো যে কোন শিল্প প্রতিষ্ঠানের সম্প্রসরণ বাহির থেকে প্রতিবন্ধকতা বা অসুবিধা সৃষ্টি করে থাকে।