অথবা, বাহ্যিক ব্যয় সংকোচন কিভাবে উদ্ভব হয়?
উত্তর : বিভিন্ন কারণে বাহ্যিক ব্যয় সংকোচন ঘটে থাকে। যেমন-
১. স্থানীয়করণ জনিত ব্যয় সংকোচনঃ শিল্পের আয়তন বৃদ্ধির সাথে সাথে শিল্পটির স্থানীয়করণের প্রবণতা দেখা দেয়। এর ফলে শিল্পের অন্তর্গত সব ফার্ম স্থানীয়করণের সুবিধা ভোগ করতে পারে।
২. বিশেষীকরণজনিত ব্যয় সংকোচনঃ শিল্পের আয়তন বৃদ্ধির সাথে সাথে সমুদয় উৎপাদন পদ্ধতিকে সম্ভাব্য বিভিন্ন স্তরে বিভক্ত করে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আনা সহজ এবং লাভজনক হয়।
৩. তথ্য সংগ্রহজনিত ব্যয় সংকোচনঃ বড় বড় শিল্পগুলো যৌথ ভাবে গবেষণা করে শিল্প পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিসংখ্যান ও অন্যান্য তথ্যাদি সংগ্রহ ও প্রকাশ করে।
৪. শ্রমিকজনিত ব্যয় সংকোচনঃ যখন শিল্পের প্রসার হয় তখন দক্ষ শ্রমিক পাওয়া যায়। এতে প্রতিটি ফার্ম উপকৃত হয় এবং তাদের উৎপাদন ব্যয় হ্রাস পায়।
৫. সরকারি সহায়তা: শিল্পের আয়তন বৃদ্ধি পেলে সরকারের পক্ষ থেকে ঐ শিল্পের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। ভর্তুকি, কর-মওকুফ প্রভৃতির মাধ্যমে সরকার কোন কোন শিল্পের উন্নতির জন্য সহায়তা করে। এর ফলে প্রতিটি ফার্মের উৎপাদন ব্যয় হ্রাস পায়।