অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচন বলতে কি বুঝায়?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচনের ধারণা দাও।

উত্তর: নিম্নে অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচন সম্পর্কে আলোচনা করা হল-

অভ্যন্তরীণ ব্যয় সংকোচঃ কোন ফার্মের আয়তন বৃদ্ধি পেলে সেটি কতগুলো সুবিধা ভোগ করে। ফলে এদের উৎপাদন খরচ হ্রাস পায়। ফার্মের আয়তন বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয়ের এরূপ হ্রাসকে অভ্যন্তরীণ ব্যয় সংকোচন বলে। যে ফার্মের আয়তন যত বড় সে ফার্ম তত অধিক পরিমাণে অভ্যন্তরীণ ব্যয় হ্রাসের সুবিয়াগুলো ভোগ করে। যেমন- বৃহদায়তন ফার্ম শ্রম বিভাগ, উন্নত যন্ত্রপাতি এবং সন্তায় কাঁচামাল ক্রয়ের মাধ্যমে উৎপাদনের পরিমাণ ও উৎকর্ষ বৃদ্ধি করে উৎপাদন খরচ হ্রাস করতে পারে। উলেখ্য যে, এ ধরনের ব্যয় সংকোচকে মাত্রাগত ব্যয় সংকোচও বলা হয়। অভ্যন্তরীণ ব্য মাত্রাগত ব্যয় সংকোচের ফলে ফার্মের দীর্ঘকালীন গড় খরচ রেখা নিম্নগামী হয়।

বাহ্যিক ব্যয় সংকোচঃ কোন শিল্প প্রসার লাভ করলে ঐ শিল্পের অন্তর্গত সকল ফার্ম একযোগে কতগুলে। সুবিধা ভোগ করে। ফলে এদের উৎপাদন ব্যয় হ্রাস পায়। কোন শিল্পের আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে ঐ শিল্পের অন্তর্গত ছোট বড় সকল ফার্মের এরূপ ব্যয় হ্রাসকে বাহ্যিক ব্যয় সংকোচ বলা হয়। যেমন- শিল্প স্থানীয়করণের ফলে কোথাও ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ইত্যাদি স্থাপিত হলে কিংবা পরিবহণ ব্যবস্থায় উন্নতি ঘটলে শিল্পের অন্তর্গত ছোট বড় সকল ফার্মই ঐসব সুবিধা একযোগে ভোগ করে। উলেখ্য যে, বহিস্থ ব্যয় সংকোচের কারণে ফার্মের সমগ্র দীর্ঘকালীন গড় ব্যয় রেখা (LAC) নিচের দিকে স্থানান্তরিত হয়।