প্রান্তিক ব্যয় রেখার আকৃতি সাধারণত “U” এর মত কেন হয়?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, MC রেখা “U” আকৃতির কারণ ব্যাখ্যা কর।

উত্তর: কোন দ্রব্যের একটি অতিরিক্ত একক উৎপাদনের জন্য মোট ব্যয় যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে প্রান্তিক ব্যয় বলে। সাধারণত অভ্যন্তরীণ ও বহিঃস্থ ব্যয় সংকোচনের দরুণ উৎপাদনের প্রথম দিকে প্রান্তিক ব্যয় ক্রমশ হ্রাস পায়। উৎপাদনের নির্দিষ্ট বা কাম্য স্তর অতিক্রম করার পর প্রান্তিক ব্যয় ক্রমশ বাড়তে থাকে। এজন্য প্রান্তিক ব্যয় রেখা সাধারণত ইংরেজি ‘U’ অক্ষরের মত হয়।

চিত্রের সাহায্যে ব্যাখ্যাঃ নিম্নে প্রান্তিক ব্যয় রেখার একটি চিত্র দেয়া হলো-

চিত্রে OX অক্ষে উৎপাদনের পরিমাণ এবং OY অক্ষে উৎপাদনের ব্যয় দেখানো হয়েছে। MC হল প্রান্তিক ব্যয় রেখা। উৎপাদনের প্রথম দিকে প্রান্তিক ব্যয় হ্রাস পাওয়ায় OQ পরিমাণ উৎপাদন পর্যন্ত MC ডানদিকে ক্রমশ নিম্নগামী হয়। উৎপাদনের পরিমাণ OQ অপেক্ষা বৃদ্ধি করা হলে প্রান্তিক ব্যয় বাড়তে থাকে। তাই প্রান্তিক বায় রেখা উপরের দিকে উঠতে থাকে। এ কারণে প্রান্তিক ব্যয় রেখা ইংরেজী অক্ষর ‘U’ আকৃতির হয়।