দীর্ণকালীন গড় খরচ রেখা কেন L আকৃতির হয়?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে L আকৃতির বলা হয় কেন? চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।

উত্তর: দীর্ঘমেয়াদে একটি ফার্মের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে ফার্মের উৎপাদনের আয়তন বৃদ্ধি পায়। ফলে উৎপাদনের প্রথম দিকে গড় খরচ হ্রাস পায়। আবার একটি পর্যায়ের পর গড় খরচ স্থির থাকে। গড় খরচ হ্রাস পেলে গড় খচর রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। আবার গড় খরচ স্থির থাকলে গড় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়।। এভাবে প্রথমে নিম্নগামী এবং পরে আবার ভূমি অক্ষের সমান্তরাল এ দু’য়ের মিলনে LAC রেখা ইংরেজি’L’ আকৃতি ধারণ করে।

উৎপাদনের শুরুর দিকে উৎপাদন ক্ষেত্রে সৃষ্ট অভ্যন্তরীণ এবং বাহ্যিক অসুবিধার তুলনায় সুবিধা বেশি থাকার ফলে গড় খরচ হ্রাস পায়।

অর্থাৎ ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনের প্রভাবে LAC রেখা ডান দিকে নিম্নগামী হয়।

একটা অবস্থার পর উৎপাদন ক্ষেত্রে সৃষ্ট অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা ও অসুবিধা সমান হওয়ার ফলে দীর্ঘদিন ধরে উৎপাদন ক্ষেত্রে স্থির মাত্রাগত উৎপাদন কার্যকর থাকে এবং স্থির খরচ অবস্থা বিদ্যমান থাকে। তখন দীর্ঘমেয়াদি গড় খরচ স্থির থাকে। তখন LAC রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এক কথায় ক্রমবর্ধমান এবং স্থির মাত্রাগত উৎপাদনের মিলিত প্রক্রিয়া LAC রেখা ‘।’ আকৃতি ধারণ করে।

উলেখ্য LAC যখন কমতে থাকে LMC তখন অধিক হারে কমে। তাই LAC রেখার নিচে LMC অবস্থান করে। কামা মাত্রার উৎপাদনে LAC LMC হয়। এ পর্যায়ে LAC ভূমি অক্ষের সমান্তরাল হলে LAC রেখা ও LMC রেখা সহাবস্থান করে।

নিম্নের চিত্রে ‘।’ আকৃতির রেখা অংকন করে দেখানো হলো-

চিত্রে ভূমি অক্ষে উৎপাদন ও লম্ব অক্ষে খরচ নির্দেশ করা হয়েছে। OR পর্যন্ত উৎপাদন বৃদ্ধি করলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনের প্রভাবে গড় খরচ হ্রাস পায়। তাই LAC রেখা ডানদিকে নিম্নগামী হয়। উৎপাদন OR থেকে বৃদ্ধি করলে মত্রাগত উৎপাদন স্থির থাকে। তাই গড় খরচ স্থির থাকে এবং LAC রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এভাবে প্রথমে নিম্নগামী এবং পরবর্তীতে ভূমি অক্ষের সমান্তরাল হয়ে LAC রেখা ‘।’ আকৃতির ধারণ করে। লক্ষ্যণীয় যে LAC যখন হ্রাস পায় তখন LMCও হ্রাস পায়। OR পর্যন্ত LMC রেখা LAC রেখার নিচে অবস্থান করে। E বিন্দুতে LMC রেখা LAC রেখার সাথে মিলিত হয় এবং এর পর LAC = LMC হয়।