স্বল্পকালীন খরচ ও দীর্ঘকালীন খরচের মধ্যে পার্থক্য দেখাও।

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, স্বল্পকালীন খরচ ও দীর্ঘকালীন খরচের মধ্যে তুলনা কর।

উত্তর: স্বল্পকালীন ও দীর্ঘকালীন খরচের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। নিচে এর পার্থক্যসমূহ আলোচনা করা হল।

১. স্বল্পকালে কিছু সংখ্যক উপকরণ পরিবর্তন করা যায় না। এসমস্ত উপকরণের জন্য খরচকে স্থির খরচ বলে। স্থির উপকরণগুলো ছাড়া অন্যান্য উপকরণের পরিমাণ পরিবর্তনীয়। এ সমস্ত পরিবর্তনীয় উপকরণের খরচকে পরিবর্তনীয় খরচ বলে। সুতরাং স্বল্পকালীন খরচই স্থির খরচ ও পরিবর্তনীয় খরচ এ দু’ভাগে বিভক্ত। পক্ষান্তরে, দীর্ঘকালে সকল উপাদানের পরিমাণ পরিবর্তন করা সম্ভব। ফলে দীর্ঘকালে সকল খরচই পরিবর্তনীয়। অর্থাৎ দীর্ঘকালে কোনরূপ স্থির খরচ নেই।

২. স্বল্পকালে কতিপয় স্থির উপকরণের সাথে অন্যান্য পরিবর্তনীয় উপকরণের হ্রাস-বৃদ্ধি করে উৎপাদনের পরিমাণ হ্রাস-বৃদ্ধি করা সম্ভব। ফলে স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে পরিবর্তনীয় অনুপাতে উৎপাদন প্রবাহ বিধি কার্যকর থাকে। সুতরাং স্বল্পকালীন খরচের সাথে পরিবর্তনীয় অনুপাতে উৎপাদন বিধির সম্পর্ক রয়েছে। পক্ষান্তরে, দীর্ঘকালে সকল উপাদান পরিবর্তন করা যায় বলে বিভিন্ন উপাদানের মধ্যে কাম্য অনুপাত বজায় রাখা সম্ভব হয়। ফলে দীর্ঘকালে উৎপাদনের মাত্রা হ্রাস বৃদ্ধি করে উৎপাদনের পরিমাণের হ্রাস-বৃদ্ধি করা যায়। এ কারণে দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে মাত্রাগত উৎপাদন প্রবাহ বিধি কার্যকর থাকে এবং সে কারণে দীর্ঘকালীন খরচ মাত্রাগত উৎপাদন প্রবাহ বিধির সাথে সম্পর্কিত।

৩. স্বল্পকালে স্থির উৎপাদনগুলোর দ্বারা ফার্মের আয়তনও নির্ধারিত হয় এবং এটি স্বল্পকালে অপরিবর্তনীয়। পক্ষান্ত রে, দীর্ঘকালে উৎপাদনের যে কোন পরিমাণের জন্য উৎপাদনের উপযুক্ত মাত্রা নির্ধারণ করা যায়। ফলে দীর্ঘকালীন খরচ কখনও স্বল্পকালীন খরচ অপেক্ষা অধিক হয় না। এ কারণে দীর্ঘকালীন মোট খরচ রেখা কখন স্বল্পকালীন মোট খরচ রেখাকে কিংবা দীর্ঘকালীন গড় খরচ রেখা কখনও স্বল্পকালীন গড় খরচ রেখাকে ছেদ করে না।