গড় স্থির ব্যয় বলতে কি বুঝ?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, গড় স্থির ব্যয়ের ধারণা দাও।

উত্তর : মোট খরচকে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। গড় ব্যয়কে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা-

১। গড় স্থির ব্যয়
২। গড় পরিবর্তনশীল ব্যয়

১. গড় স্থির ব্যয়ঃ মোট স্থির খরচকে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় স্থির ব্যয় পাওয়া যায়। নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে গড় স্থির ব্যয় প্রকাশ করা যায়ঃ

গড় স্থির ব্যয়=মোট স্থির ব্যয়÷মোট উৎপাদন অর্থ্যা,

AFC = TEC ÷ Q

এখানে,

AFC = গড় স্থির খরচ

TFC = মোট স্থির খরচ

Q= মোট উৎপাদন