স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় বলতে কি বুঝ?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের ধারণা দাও।

উত্তর : কোন দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারীকে যে ব্যয় বহন করতে হয় তাকে উৎপাদন ব্যয় বলে। স্বল্পকালীন সময়ে উৎপাদন ব্যয়কে দু’ভাগে ভাগ করা যায়। যেমনঃ

১. স্থির ব্যয়

২. পরিবর্তনশীল ব্যয়।

১. স্থির ব্যয় (FC): যে সব ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে সম্পর্ক যুক্ত নয়। অর্থাৎ উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে যে ব্যয় পরিবর্তিত হয় না বরং স্থিরই থাকে তাকে স্থির ব্যয় বলে। যেমন- বাড়ি ভাড়া, স্থায়ী কর্মচারীদের বেতন, যন্ত্রপাতির ক্ষতিপূরণ, দীর্ঘ মেয়াদী ঋণের সুদ প্রভৃতি স্থির ব্যয়ের অন্তর্ভূক্ত। উৎপাদন কম হোক বেশি হোক বা সাময়িকভাবে বন্ধ থাকুক, ব্যবসায় টিকে থাকতে হলে ফার্মকে এ সব স্থায়ী ব্যয় বহন করতে হয়।

২. পরিবর্তনশীল ব্যয় (VC): কোন প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ পরিবর্তিত হওয়ার ফলে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। যেমন কাঁচামাল ক্রয়ের খরচ, শ্রমিকের মজুরি, বিদ্যুৎ ও জ্বালানির খরচ প্রকৃতি পরিবর্তনশীল ব্যয়। উৎপাদনের কাজ বন্ধ থাকলে পরিবর্তনশীল ব্যয়ও বন্ধ থাকে।