উৎপাদন ব্যয় কি?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, উৎপাদন ব্যয় বলতে কি বুঝ?
অথবা, উৎপাদন ব্যয়ের ধারণা দাও।

উত্তর : কোন দ্রব্য বা সেবা উৎপাদনে ব্যবহৃত উপকরণের জন্য যে ব্যয় হয় তাকে উৎপাদন ব্যয় বলে। উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন উপকরণ যেমন- জমির খাজনা, শ্রমিকের মজুরি, মুলধনের সুদ, কাঁচামাল ও যন্ত্রপাতি ক্রয় প্রভৃতি ব্যবহারের জন্য দাম দিতে হয়। এসব উপকরণ ক্রয় করতে গিয়ে যে দাম দিতে হয় তার সমষ্টিকে উৎপাদন ব্যয় বলে। উৎপাদনের পরিমাণের সাথে উৎপাদনের ব্যয়ের একটা ক্রিয়াগত সম্পর্ক রয়েছে। গাণিতিক ভাষায় বলা যায় IC= f (Q) ব্যয় অপেক্ষক। এখানে C = উৎপাদন ব্যয়, Q= উৎপাদনের পরিমাণ এবং ƒ ক্রিয়াগত সম্পর্ক নির্দেশক প্রতীক।

ব্যয় অপেক্ষক থেকে বোঝা যায়, C, Q এর উপর নির্ভরশীল। অর্থাৎ, উৎপাদন বেশি হলে ব্যয় বেশি হবে, উৎপাদন কম হলে ব্যয় কম হবে।