অথবা, সম-উৎপাদন রেখার ধারণা দাও।
উত্তর:সমান উৎপাদন লাইন এমন একটি লাইনকে বোঝায় যার প্রতিটি পয়েন্টে দুটি ইনপুটের বিভিন্ন সমন্বয় রেফারেন্স পয়েন্টে আউটপুটের পরিমাণের সমান।
প্রযোজক প্রতিটি সংমিশ্রণকে পছন্দ করেন কারণ এটি সমান উৎপাদন লাইনের বিভিন্ন পয়েন্টে সমান আউটপুট নির্দেশ করে মামলা নিরপেক্ষ থাকে। তাই সমান উৎপাদন রেখাকে নিরপেক্ষ রেখাও বলা হয়। ডায়াগ্রামেটিক এক্সপ্রেশন: নিচের লাইন ডায়াগ্রামের মাধ্যমে একটি সুষম উৎপাদন রেখা আঁকা হয়-
চিত্র OX অক্ষে শ্রম (L) এবং OY অক্ষে মূলধন (k) পরিমাপ করা হলো। চিত্রানুযায়ী। একক শ্রম ও 20 একক মূলধনের সংমিশ্রণ নির্দেশক বিন্দু ।। একইভাবে 2 একক শ্রম ও 10 একক মূলধনকে ৮ বিন্দু দ্বারা সংযুক্ত করা হয়েছে। আবার 10 একক শ্রম এবং ও একক মূলধনের সংমিশ্রণ নির্দেশক বিন্দু হলো । এখন a, b এবং c বিন্দু যোগ করে IQ সম উৎপাদন রেখা পাওয়া যায়। এ রেখার প্রতিটি বিন্দুতে সমান উৎপাদন (২০ একক) নির্দেশ করে। ফলে উৎপাদক প্রতিটি বিন্দুর প্রতি নিরপেক্ষ থাকে।