অথবা, উৎপাদন বিধির ধারণা দাও।
অথবা, উৎপাদন বিধি বলতে কি বুঝ?
উত্তর : ভূমিকা: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন এই উপাদানগুলো যৌথভাবে নিয়োগ করলে দ্রব্য ও সেবাকার্যাদি উৎপাদন করা যায়। উৎপাদনকারী যখন উৎপাদন বাড়াতে চায় তখন উপকরণের পরিমানও বাড়ানো হয় তথা খরচের পরিবর্তন ঘটে। উপকরণ ব্যয়ের তুলনায় উৎপাদনের পরিমান কম, বেশী বা সমান হতে পারে। যে বিধির মাধ্যমে উপকরণ নিয়োগ তথা উৎপাদন খরচ এবং উৎপাদনের আনুপাতিক পরিবর্তন জানা যায়, তাকে উৎপাদন বিধি (Law of Returns) বলে।
উৎপাদন বিধি (Law of Returns): উৎপাদন বিধি মূলত উপকরণ ব্যয়ের প্রেক্ষিতে উৎপাদনের পরিবর্তনের হার প্রকাশ করে। অন্যভাবে বলা যায়, উৎপাদন বিধি উপাদান নিয়োগের পরিমান এবং উৎপাদনের পরিমান-এ দুইয়ের আপেক্ষিক সম্পর্ক প্রকাশ করে। উৎপাদন বিধি অনুকরণ করেই উদ্যোক্তা উৎপাদন পরিচালনা করেন।
□ প্রামাণ্য সংজ্ঞা: অধ্যাপক এ কুটসোয়ানিস (A. koutsoyiannis) এর মতে, “উৎপাদন বিধি বলতে উৎপাদন স্ত র বৃদ্ধির সম্ভাব্য কারিগরি প্রক্রিয়াকে বোঝায়।” (“The Laws of Production describe the technically possible ways of increasing the level of production”)
উৎপাদন বিধির প্রকার। উৎপাদন বিধি তিন প্রকারের হয়ে থাকে।
১। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি (Law of Diminishing Marginal Returns)
২। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি (Law of Increasing Marginal Returns)
৩। সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি (Law of Constant Marginal Returns)