অথবা, উৎপাদনের উপাদান বলতে কি বুঝ?
অথবা, উৎপাদনের উপাদানের ধারণা দাও।
উত্তর: কোন উৎপাদন বা উপযোগিতা তৈরি করতে কত পণ্য, উপকরণ এবং পরিষেবার প্রয়োজন হয় সমষ্টিগতভাবে উৎপাদনের উপাদান বলা হয়।কোনো কিছুর উৎপাদনের জন্য প্রয়োজনীয় সকল পণ্য ও সেবাকে উৎপাদনের ইনপুট বলে।
যেমন, কোনো কিছুর উৎপাদনের জন্য পানি, বাতাস, তাপ, মাটির উর্বরতা, মানুষের শারীরিক শক্তি ও মানসিক ক্ষমতা, সাংগঠনিক ক্ষমতা, খনিজ, বন, প্রাণী ও জলজ সম্পদ এবং যন্ত্রপাতির মতো জিনিসের প্রয়োজন হয়।
যে কোনো পণ্যের উৎপাদন নির্ভর করে এসব উপাদানের ওপর। এই নির্ভরতা নিম্নলিখিত ফাংশনের সাহায্যে প্রকাশ করা যেতে পারে।
Q = f (La, Lr, K) এখানে, Q= উৎপাদনের পরিমাণ।
f = অপেক্ষক
Lr = শ্রম
K = মূলধন
0 = সংগঠন
নিম্নোক্ত চারটি উপাদানকে ব্যাপক অর্থে অর্থনীতিতে উৎপাদনের মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়। যথা: 1. জমি; 2. শ্রম; 3. মূলধন; 4. সংগঠন