মনে কর ভোক্তার আয় (M) হল 50 টাকা দ্রব্যের দাম 5 টাকা এবং y দ্রব্যের দাম 10 টাকা।

রকেট সাজেশন
রকেট সাজেশন

(i) ভোক্তার বাজেট সমীকরণ নির্ণয় কর এবং বাজেট সীমান্ধতা অংকন কর।
(ii) বাজেট রেখার ঢাল নির্ণয় কর।

উত্তর : ভূমিকা: উপরোক্ত উপাত্তের ভিত্তিতের ভিত্তিতে নিচের আমরা একটি বাজেট সমীকরণ নির্ণয় করে তার ভিত্তিতে বাজেট রেখার ঢাল নির্ণয় করি-

(1) দেওয়া আছে,

x – দ্রব্যের দাম, P₁ = 5 টাকা

y- দ্রব্যের দাম, P, = 10 টাকা

ভোক্তার আয় M = 50 টাকা

আমরা জানি বাজেট সমীকরণ

Px+Py.Y = M

5x+10y50………….(1)

বাজেট সূচি:

(i) নং সমীকরণ এর উপর ভিত্তি করে একটি বাজেট সূচি তৈরী করা হল।

X দ্রব্য Y দ্রব্য সংমিশ্রণ বিন্দু
একক 5 একক A
5 একক 4.5 একক B
10 একক 0 একক C

উক্ত সূচিকে ভিত্তি করে নিম্নে বাজেট সীমাবদ্ধতা অংকন করা হল।

উপরের চিত্রে, স্থল অক্ষ x-পণ্যকে প্রতিনিধিত্ব করে এবং উল্লম্ব অক্ষটি y-উপাদানকে উপস্থাপন করে। চিত্রে। একক পণ্য এবং একক y-পণ্য হল একীকরণের বিন্দু A। x-পণ্যের 5 ইউনিট এবং -প্রোডাক্ট B-এর 4.5 ইউনিটের সমন্বয় বিন্দু হল x-পণ্যের 10 ইউনিট এবং 1-পণ্যের 0 ইউনিটের সমন্বয় বিন্দু। এখন লাইন AC পেতে A, B এবং C পয়েন্টে যোগ দিন, যা গ্রাহকের বাজেট লাইন।

যদি ভোক্তা শুধুমাত্র y-পণ্য ব্যবহার করেন তাহলে পণ্যটির পরিমাণ এবং একক এবং এর মূল্য 50 টাকা। আবার, যদি ভোক্তা শুধুমাত্র x পণ্য ব্যবহার করেন, তবে তার x-পণ্যের পরিমাণ 10 ইউনিট এবং ব্যয় 50 টাকা। দুটি পণ্যের জন্য একই পরিমাণ অর্থ ব্যয় করলে x-পণ্য 5 ইউনিট এবং y- পণ্য 4.5 ইউনিট হয়। আর ব্যয়ের পরিমাণ ৫০ টাকা। এখন এর অবস্থান B বিন্দুতে।

(ii) আমরা জানি, বাজেট রেখার ঢাল হচ্ছে দু’টি দ্রব্যের দামের ঋণাত্মক অনুপাত।

অর্থাৎ ঢাল (slope)

=–Px÷py

=–5÷10

=–0.50

বাজেট রেখার উক্ত ঢাল হচ্ছে y-দ্রব্যের প্রেক্ষিতে x-দ্রব্যের আপেক্ষিক দামের সমান।

উপসংহারঃ উপরের আলোচনায় আমরা প্রদত্ত উপাত্ত থেকে বাজেট সমীকরণ নির্ণয় করেছি এবং তার ভিত্তিতে বাজেট রেখার ঢাল নির্ণয় করা হয়েছে।