উত্তর : ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি নিয়ে বিতর্ক আছে- প্রমথনাথবিশি ‘বাংলা গদ্যের পদাঙ্ক’ গ্রন্থে বলেছেন- ‘বঙ্কিম বিদ্যাসাগরীয় রীতির নিন্দা করেছেন এবং আলালী রীতির প্রশংসা করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রচলিত সংস্কৃত শব্দ বর্জন করতে চাননি। তিনি বলেছেন যেখানে বাংলা শব্দই উপযুক্ত বা সৌন্দর্য বহন করে সেখানে বাংলা ব্যবহার করা উচিত। প্রয়োজন হলে আমরা ইংরেজি, আরবি, ফারসি, সংস্কৃত গ্রাম্য যে কোন ভাষাই ব্যবহার করতে পারি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সমস্ত যুক্তিতর্কের আলোকে নিম্নের সিদ্ধান্তে উপনীত হয়েছেন বাংলা ভাষা সম্পর্কে “বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত। রচনার প্রথম গুণ এবং প্রথম আয়োজন হলো সরলতা এবং স্পষ্টতা যে রচনা সকলেই বুঝিতে পারে এবং পড়িবামাত্র যাহার অর্থ বুঝা যায় অর্থ গৌরব থাকিলেই তাহাই সর্বোৎকৃষ্ট রচনা।” কেননা সরল ভাষায় শিক্ষাপ্রদ এবং সকলের বোধগম্য। আর এ কারণে সাহিত্যের ভাষাকে যতদূর সম্ভব মৌখিক ভাষার কাছাকাছি হতে হবে।