![রকেট সাজেশন রকেট সাজেশন](https://topsuggestionbd.com/wp-content/uploads/2023/05/02fad15b-bd22-4018-a06f-fc9082304784.jpg)
অথবা, নিরপেক্ষ ম্যাপ কি?
উত্তর: নিয়পেক্ষ মানচিত্রঃ দুই অক্ষ বিশিষ্ট একই চিত্রে যখন কতগুলো নিরপেক্ষ রেখা পাশাপাশি অবস্থান করে তখন তাকে নিরপেক্ষ মানচিত্র বলা হয়। নিরপেক্ষ মানচিত্রের প্রতিটি নিরপেক্ষ রেখা ভোক্তার পছন্দের মাত্রা নির্দেশ করে। নিম্নে চিত্রের সাহায্যে নিরপেক্ষ মানচিত্র বর্ণনা করা হলো।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUD3960JOJIMjY3h9KSEIBUhpSOWbuXP4H4N5u2wzsgbCdDGpb7mBsPwpN20ax9CVYM7-jXxaAWpyEcCnZF-oI6ZyjATb9ibIfjuASUI6GkHMyg18byhjFtb7bDobtBgL3xNEaQWQcCNR3X2EBZ3HVSsW3TWzQRKtEaGZREPaiPVxTHFGM1I9MIri8R0Sz/s1306/Document%2040_1.jpg)
চিত্রে l1,l2 এবং l3 তিনটি নিরপেক্ষ রেখা। এই তিনটি নিরপেক্ষ রেখার সম্মিলিত রূপই হল নিরপেক্ষ মানচিত্র। এই নিরপেক্ষ মানচিত্রের l3 নিরপেক্ষ রেখা দ্বারা সর্বাধিক উপযোগ প্রকাশ পায়। l3, নিরপেক্ষ রেখার তুলনায় l2 নিরপেক্ষ রেখায় কম উপযোগ নির্দেশিত হয়। আবার, l2, নিরপেক্ষ রেখার তুলনায় l1 নিরপেক্ষ রেখায় কম উপযোগ নির্দেশিত হয়। সুতরাং এভাবে যখন একটি চিত্রে একাধিক রেখা অংকন করা হয় তখন সেই চিত্রকে নিরপেক্ষ মানচিত্র বলা হয়।