ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১.নিরপেক্ষ রেখা কি?
উত্তরঃ নিরপেক্ষ রেখা হল এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে দু’টি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। প্রতিটি সংমিশ্রণ থেকে প্রাপ্ত মোট উপযোগ ভোক্তার নিকট সমান বলে বিবেচিত হয়।।
২. নিরপেক্ষ মানচিত্র কি?
উত্তর : দুই অক্ষ বিশিষ্ট একই চিত্রে যখন কতগুলো নিরপেক্ষ রেখা পাশাপাশি অবস্থান করে তখন তাকে নিরপেক্ষ মানচিত্র বলা হয়।
৩. বাজেট রেখা কি?
উত্তর: বাজেট রেখা নির্দিষ্ট আয়ে দুটি পণ্যের সর্বোচ্চ ক্রয় ক্ষমতা নির্দেশ করে।
৪. বাজেট রেখার ঢাল কি?
উত্তরঃ বাজেট রেখার ঢাল হল দুটি দ্রব্যের দামের অনুপাত।
৫. নিরপেক্ষ রেখা বিশ্লেষণে ভোক্তার ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত কি?
উত্তরঃ নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা স্পর্শক হবে।
৬.নিরপেক্ষ রেখার মাধ্যমে ভোক্তার ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত কি?
উত্তর: MRSxy=Px÷Py, অর্থাৎ নিরপেক্ষরেখার ঢাল= বাজেট রেখার ঢাল।
৭. MRS (প্রান্তিক পরিবর্তনের হার) বলতে কি বুঝ?
অথবা, প্রান্তিক বিকল্পন হার কি?
উত্তর: দু’টি দ্রব্যের মধ্যে একটির অতিরিক্ত একক পাওয়ার জন্য আরেকটি দ্রব্যের কতটা ছেড়ে দিতে হয়। সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে প্রান্তিক বিকল্পন হার বলে।
৮. আয় প্রভাব কি?
উত্তরঃ দুটি পণ্যের দাম স্থির অবস্থায় ভোক্তার আর্থিক আয়ের পরিবর্তনের ফলে ভারসাম্য অবস্থার যে পরিবর্তন হয়, তাকে আয় প্রভাব বলে।
৯. পরিবর্তক প্রভাব কি?
উত্তরঃ প্রকৃত আয় স্থির থেকে দুটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে দ্রব্য ক্রয়ের মধ্যে যে পরিবর্তন দেখা দেয় তাই হল পরিবর্তক প্রভাব।
১০. দাম প্রভাব কি?
উত্তর: আয়ের পরিমাণ স্থির থেকে একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে দ্রব্য ক্রয়ের পরিমাণের উপর যে প্রভাব পড়ে, তাকে দাম প্রভাব বলে।
১১. আয় প্রভাব পরিবর্তক প্রভাব কি?
উত্তরঃ দাম প্রতাব।
১২. এনজেল রেখা কি?
উত্তর: যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট আর্থিক আয়ের ক্ষেত্রে ভারসাম্য দ্রব্য ক্রয়ের পরিমাণ প্রকাশ পায়, তাকে এনজেল রেখা বলে।
১৩. এনজেল রেখা কার নামে নামকরণ করা হয়?
উত্তর: জার্মান পরিসংখ্যানবিদ Christian Loren Ernest-Engel
১৪. আয় ভোগ রেখা কি?
উত্তর: দুটি দ্রব্যের দাম স্থির থেকে ভোক্তার আর্থিক আয়ের পরিবর্তন হলে ভারসাম্য অবস্থার পরিবর্তন হয়। প্রাথমিক ভারসাম্য সহ পরিবর্তিত ভারসাম্য বিন্দুগুলোকে যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে আয় ভোগ রেখা বলে।
১৫. স্বাভাবিক পণ্য কি?
অথবা, স্বাভাবিক দ্রব্য কি?
উত্তরঃ আয় বাড়লে যে সকল পণ্যের ভোগের পরিমাণ বাড়ে তাকে স্বাভাবিক পণ্য বলে।
১৬. ভোক্তার উদ্ধৃত্ত কি?
উত্তরঃ ভোক্তার মোট উপযোগ ও বাজার মূল্যের পার্থক্যকে ভোক্তার উদ্বৃত্ত বলে।
১৭. গিয়েন দ্রব্য কি?
উত্তরঃ গিফেন দ্রব্য হচ্ছে নিম্নমানের বা নিকৃষ্ট দ্রব্যের সম পর্যায়ের দ্রব্য।
১৮. গিফেন দ্রব্যের প্রবর্তক কে?
উত্তরঃ স্যার রবার্ট গিফেন।
১৯. উৎপাদকের উদ্ধৃত্ত কি?
উত্তর: উৎপাদকের প্রত্যাশিত মূল্য ও বাজার মূল্যের পার্থক্যকে উৎপাদকের উদ্ধৃত্ত বলে।
২০. বাজেট রেখার ঢাল কি রকম?
উত্তর: ঋণাত্মক।
২১. MRS এর পূর্ণরূপ লিখ?
উত্তর : Marginal Rate of Substitution.
২২. MRS কি নির্দেশ করে?
উত্তর: নিরপেক্ষ রেখার ঢাল নির্দেশ করে।
২৩.স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব কিরূপ?
উত্তরঃ ধণাত্মাক হয়।
২৪. বাজেট সমীকরণটি লিখ?
উত্তর: x. Px+y. Py = M.
২৫.নিকৃষ্ট দ্রব্য কাকে বলে?
উত্তর: “ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় সেই দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলে।
২৬. নিরপেক্ষ রেখার চারটি বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ (১) নিরপেক্ষ রেখা ডানদিকে নিম্নগামী, (২) নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল, (৩) নিরপেক্ষ রেখা পরস্পকে ছেদ করেনা, (৪) নিরপেক্ষ রেখা কোন অক্ষকে স্পর্শ করে না।
২৭.নিরপেক্ষ রেখার আকৃতি কেমন হয়?
উত্তর: নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল বাম থেকে ডানদিকে নিম্নগামী হয়।
খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন
নিরপেক্ষ মানচিত্র কাকে বলে? অথবা, নিরপেক্ষ মানচিত্রের সংজ্ঞা দাও।
নিরপেক্ষ রেখা ও নিরপেক্ষ মানচিত্রের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
নিরপেক্ষ রেখাগুলো কখনও পরস্পরকে ছেদ করে না কেন?
তুমি একটি নিরপেক্ষ রেখা কীভাবে অংকন করবে?
কোন অবস্থায় নিরপেক্ষ রেখা ডানদিকে নিম্নগামী সরল রেখা হয়?
প্রান্তিক বিকল্পন হার/ বা পরিবর্তনের হার (MRS) বলতে কি বুঝ?
নিরপেক্ষ রেখা থেকে কীভাবে প্রান্তিক বিকল্পন হার/প্রান্তিক পরিবর্তনের হার (MRS) নির্ণয় করা যায়।
নিরপেক্ষ রেখা ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য নির্ণয় কর?
বাজেট রেখা বা দাম রেখা কাকে বলে?
নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাতের সমান ব্যাখ্যা কর।
বাজেট রেখা কীভাবে অংকন করা হয়।
আয় প্রভাব কি সর্বদাই ধনাত্মক হয়?
আয়-প্রভাব ও পরিবর্তক প্রভাবের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
গ বিভাগ রচনামূলক প্রশ্ন
নিরপেক্ষ রেখা বিশ্লেষণের গুরুত্ব ও ব্যবহার বর্ণনা কর।
বাজেট রেখার উপর দাম পরিবর্তনের প্রভাব আলোচনা কর।
মনে কর ভোক্তার আয় (M) হল 50 টাকা দ্রব্যের দাম 5 টাকা এবং y দ্রব্যের দাম 10 টাকা।
ভোক্তার ভারসাম্যের উপর একটি দ্রব্যের দাম কমার ফলাফল দেখাও।
ভোক্তার ভারসাম্যের উপর একটি দ্রব্যের দাম বৃদ্ধির ফলাফল দেখাও।
একটি নিরপেক্ষ রেখার মাধ্যমে ভোক্তার ভারসাম্য আলোচনা কর
আয় প্রভাব কি সর্বদাই ধনাত্মক হয়?
পরিবর্তক প্রভাব সর্বদাই ঋণাত্মক”-ব্যাখ্যা কর’।
নিরপেক্ষ রেখার সাহায্যে এঞ্জেল রেখা অংকন কর।
আয় ভোগ রেখা থেকে নিকৃষ্ট দ্রব্যের জন্য একটি এঞ্জেল রেখা অংকন ও ব্যাখ্যা কর।
“সকল গিফেন দ্রব্যই নিকৃষ্ট দ্রব্য কিন্তু সকল নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্য নয়”-ব্যাখ্যা কর।
নিরপেক্ষ রেখা বিশ্লেষণে স্বাভাবিক পণ্যের চাহিদা রেখা অংকন কর।

 
