বাজার ভারসাম্যের উপর করের প্রভাব ব্যাখ্যা কর।

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, বাজার ভারসাম্যের উপর করের অর্থনৈতিক প্রভাব তুলে ধর।

উত্তর: বাজার ভারসাম্য চাহিদা ও যোগানের সমকার ভিত্তিতে নির্ধারিত হয়, তবে সরকার বাজারে কর আরোপ
করলে বাজার ভারসাম্য পরিবর্তিত হয়।

বাজার ভারসাম্যের উপর করের প্রভাবঃ চাহিদা রেখা স্থির থেকে বিক্রেতার উপর কর আরোপ করা হলে যোগান রেখা উপরে বাম দিকে স্থানান্তরিত হবে। ফলে ভারসাম্য দাম বাড়বে এবং ভারসাম্য পরিমাণ কমবে।

চিত্রের সাহায্যে ব্যাখ্যাঃ নিম্নে চিত্রের সাহায্যে বাজার ভারসাম্যের উপর করের প্রভাব ব্যাখ্যা করা হলো-

উপর চিত্রে, OX অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ ও OY অক্ষে দাম নির্দেশ করা হলো।

DD = চাহিদা রেখা এবং SS যোগান রেখা।

DD ও SS রেখা পরস্পর E বিন্দুতে ছেদ করেছে।

ফলে ভারসাম্য দাম ও পরিমাণ যথাক্রমে OP ও OQ নির্ধারিত হয়। এখন সরকার কর্তৃক কর আরোপের ফলে SS রেখা বা যোগান রেখা বামদিকে স্থানান্তরিত হয়। নতুন যোগান রেখা হলো SS’ S’S’ রেখা DD রেখাকে E। বিন্দুতে ছেদ করেছে। ফলে ভারসাম্য দাম ও পরিমাণ যথাক্রমে OP, ও OQ, নির্ধারিত হয়। কর আরোপের ফলে দাম OP থেকে বৃদ্ধি পেয়ে OP, হয়েছে এবং পরিমাণ OQ হতে কমে OQ, হয়েছে।

উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সরকার কর্তৃক কোন দ্রব্যের উপর কর আরোপ করলে হলে ঐ দ্রব্যের ভারসাম্য দাম বাড়ে কিন্তু ভারসাম্য পরিমাণ কমে।