বাজার চাহিদা সুচি কি?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, বাজার চাহিদা সূচি বলতে কি বুঝ?
অথবা, বাজার চাহিদা সুচির ধারণা দাও।

উত্তর : বাজার চাহিদা সূচি: বিভিন্ন ব্যক্তির চাহিদাকে যোগ করে বাজার চাহিদা সূচি পাওয়া যায়। অর্থাৎ বিভিন্ন ব্যক্তির চাহিদার সমষ্টিকে বাজার চাহিদা সূচি বলা হয়। বাজারে একটি পণ্যের বহু ক্রেতা থাকে। বিভিন্ন দামে বিভিন্ন ক্রেতার মোট চাহিদাকে তালিকায় প্রকাশ করলে তাকে বাজার চাহিদা সূচি বলা হয়। সুতরাং ব্যক্তিগত চাহিদা সূচির সামষ্টিক রূপই হলো বাজার চাহিদা সূচি।

উপরের তালিকায় দেখা যায় যে, ৫ টাকা দামে A ও B ব্যক্তির চাহিদার পরিমাণ যথাক্রমে ৩ ও ২ একক। দুই ব্যক্তির চাহিদার পরিমাণ যোগ করে বাজার চাহিদা পাওয়া যায় ৩+২=৫ একক। আবার দাম যখন ৩ টাকা তখন A ৩ ৪ ব্যক্তির চাহিদার পরিমাণ যথাক্রমে ৪ একক ও ৩ একক। দুই ব্যক্তির চাহিদার পরিমাণ এক্ষেত্রে যোগ করে বাজার চাহিদা পাওয়া যায় ৪ + ৩ = ৭ একক। এক্ষেত্রে A ও B ব্যক্তির চাহিদা সূচি যোগ করে বাজার চাহিদা সূচি তৈরি করা হয়ে থাকে।