ব্যক্তিগত চাহিদা সূচি বলতে কি বুঝ?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, ব্যক্তিগত চাহিদা সুচি কি?
অথবা, ব্যক্তিগত চাহিদা সুচির ধারণা দাও।

উত্তর: ব্যক্তিগত চাহিদা সুচিঃ একটি নির্দিষ্ট সময়ে কোন ব্যক্তি বাজারে কোন দায়ে যে পরিমাণ পণ্য ক্রয় করতে চায়, তাকে ব্যক্তিগত চাহিদা বলা হয়। সাধারণত দামের সাথে ব্যক্তির চাহিদার সম্পর্ক বিপরীত হয়ে থাকে। এখন বিভিন্ন দামে একজন ব্যক্তির চাহিদার সম্পর্কে যে তালিকায় প্রকাশ করা হয় তাকে ব্যক্তিগত চাহিদা সূচি বলা হয়। নিম্নে ব্যক্তিগত চাহিদা সুচি দেয়া হল-

উপরের সূচি অনুসারে দেখা যায় যে, একজন ব্যক্তি ৫ টাকা দামে কোন পণ্যের ২ একক ক্রয় করে আবার ৩ টাকা ও ২ টাকা দামে যথাক্রমে ৪ একক ও ৫ একক ক্রয় করে। বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণের এরূপ প্রকাশকে ব্যক্তিগত চাহিদা সূচি বলা হয়।