চাহিদা অপেক্ষক কি?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, চাহিদা অপেক্ষকের ধারণা দাও।
অথবা, চাহিদা অপেক্ষক বলতে কি বুঝ?

উত্তর : চাহিদা অপেক্ষকঃ চাহিদা বিধিতে বলা হয়, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থকলে ভোক্তার অভ্যাস, রুচি সম্পর্কিত দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম ও চাহিদার পরিমাণের মধ্যকার এ বিপরীত সম্পর্ককে যে বীজগাণিতিক অপেক্ষকের সাহায্যে দেখানো হয়, তাকে বলা হয় চাহিদা অপেক্ষক। যেমন-

Qdx=f(Px. Pc, Ps. T… H. U

যেখানে, Qdx = x দ্রব্যের চাহিদার পরিমাণ

f = অপেক্ষক

Px = x প্রব্যের দাম

Pc = পরিপূরক দ্রব্যের দাম স্থির

Ps = পরিবর্তক দ্রব্যের দাম স্থির

T = ভোক্তার রুচি স্থির

y = ভোক্তার আয় স্থির

H = ভোক্তার অভ্যাস স্থির

t = সময় স্থির।

সুতরাং দেখা যাচ্ছে যে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে x দ্রব্যের (Qdx) তার নিজস্ব দাম (Px) এর উপর নির্ভর করে। Px বাড়লে Grix কমবে এবং Px কমলে Qdx বাড়বে। দাম ও চাহিদার পরিমাণের এরূপ বিপরীত সম্পর্ক নির্দেশক অপেক্ষকই হচ্ছে চাহিদা অপেক্ষক।