উৎপাদন সম্ভাবনা রেখা কি? রেখা চিত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখাটি ব্যাখ্যা কর।

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞা দাও। উৎপাদন সম্ভাবনা রেখা ধারণাটি ব্যাখ্যা কর।

উত্তর:প্রারম্ভিক কথাঃ প্রত্যেক সমাজে মানুষকে কতগুলো মৌলিক সমস্যার সম্মুখীন হতে হয়। সীমিত সম্পদ ও
অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে স্বল্পতা ও পছন্দ সংক্রান্ত সমস্যার উদ্ভব হয়। এই সমস্যা গুলোর সমাধানকল্পে অধ্যাপক স্যামুয়েলসন উৎপাদন সম্ভাবনা রেখা বা উৎপাদন সীমানা রেখা অবতারণা করেন।

উৎপাদন সম্ভাবনা রেখাঃ উৎপাদন সম্ভাবনা রেখা হল এমন একটি রেখা, যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রন নির্দেশ করা হয়। উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি বিন্দুর সঞ্চার পথ বা কোন সমাজের বিদ্যমান সম্পদের দুষ্প্রাপ্যতা ও অভাবের নির্বাচন সাপেক্ষে উৎপাদন যোগ্য দ্রব্যের সকল সম্ভাব্য সংমিশ্রন নির্দেশ করে। এ রেখাকে অর্জন যোগ্যতার সীমানা রেখাও বলে।

প্রামাণ্য সংজ্ঞা: অধ্যাপক আর জি লিপসি (R.G. Lipsey) এর মতে, “উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যা বিভিন্ন দ্রব্যের মধ্যে এমন বিকল্প সমন্বয় সমূহ প্রকাশ করে সেগুলো তাৎক্ষনিকভাবে অর্জন করা সম্ভব, যদি প্রাপ্ত উৎপাদিত সম্পদের সবটুকুই ব্যবহার করা যায়।” বর্তমান সম্পদ ও প্রযুক্তির সাহায্যে সমাজে কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে তা আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখা হতে জানতে পারি।

উদাহরণ: বর্তমান সময়ে যে কোন অর্থ ব্যবস্থায় বেসামরিক এবং সামরিক দ্রব্য উৎপাদননের মধ্যে নির্বাচনের সমস্যায় পড়তে হয়। এই সমস্যা হলো মূলত উপকরণ বণ্টন সংক্রান্ত সমস্যা কি পরিমাণ উপকরণ নিয়োগ বা ব্যবহার করে সামরিক বাহিনীর জন্য অস্ত্র ও গোলা বারুদ উৎপাদন করা হবে এবং কি পরিমাণ উপকরণ জনসাধারণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যটি উৎপাদনের কাজে নিয়োগ করা হবে। উৎপাদন সম্ভাবনা রেখা সীমানা দ্বারা এই বুঝানো হয় যে,
সীমিত সম্পদের গন্ডির মধ্যে উৎপাদন চালিয়ে যেতে হবে। ইচ্ছা করলে যত খুশি উৎপাদন করা যাবে না।

সূচির সাহায্যে প্রকাশঃ নিম্নে উৎপাদন সম্ভাবনা সূচির সাহায্যে বিষয়টি উপস্থাপিত হলো:

সূচির ব্যাখ্যাঃ বর্তমান সম্পদ ও প্রযুক্তি ব্যবহার করে।

Y-৩০০ একক উৎপাদন করলে X-এর উৎপাদন হবে ও একক, তখন PPC-এর A বিন্দুতে অবস্থান।

Y-২০০ একক উৎপাদন করলে X-এর উৎপাদন হবে ১০০ একক, তখন PPC-এর B বিন্দুতে অবস্থান।

Y-১৫০ একক উৎপাদন করলে X-এর উৎপাদন হবে ১৫০ একক, তখন PPC-এর বিন্দুতে অবস্থান।

Y-১০০ একক উৎপাদন করলে X-এর উৎপাদন হবে ২০০ একক, তখন PPC-এর D বিন্দুতে অবস্থান।

Y-O একক উৎপাদন করলে X-এর উৎপাদন হবে ৩০০ একক, তখন PPC এর E বিন্দুতে অবস্থান।

উৎপাদন সম্ভাবনা রেখা অংকন: উৎপাদন সম্ভাবনা সূচিতে প্রদত্ত বিভিন্ন সম্ভাবনায় X ও Y দ্রব্যের মান গুলোকে
পরিমিত পরিমাপ গ্রহণ করে নিম্নে উৎপাদন সম্ভাবনা রেখা (PPC) অংকন করা হলো:

চিত্র পরিচিত: চিত্রে OX অক্ষে বা ভূমি অক্ষে X-দ্রব্য এবং OY অক্ষ বা উলম্ব অক্ষে Y-দ্রব্য নির্দেশ করা হয়েছে।

ABCDE বা AE হল উৎপাদন সম্ভাবনা রেখা (PPC).

চিত্রের সাহায্যে ব্যাখ্যাঃ

সূচিতে উল্লেখিত বিভিন্ন সম্ভাবনা বিন্দু যথা- A, B, C, D, E অবস্থান বিন্দু X ও Y দ্রব্যের প্রদত্ত মানগুলোকে পরিমিত পরিমাপ গ্রহণ করে A.B.C, D. E বিন্দু সনাক্ত করতে হবে।

A সম্ভাবনা বিন্দুতে X-দ্রব্যের উৎপাদনের পরিমাণ ৩ একক এবং Y-এর পরিমাণ ৩০০ একক।

B সম্ভাবনা বিন্দুতে X-দ্রব্যের উৎপাদনের পরিমাণ ১০০একক এবং Y-এর পরিমাণ ২০০ একক।

C সম্ভাবনা বিন্দুতে X-দ্রব্যের উৎপাদনের পরিমাণ ১৫০ একক এবংY-এর পরিচা ১৫০একক।

D সম্ভাবনা বিন্দুতে X-দ্রব্যের উৎপাদনের পরিমাণ ২০০ একর এবং Y-এর পরিমাপ একশ একক।

E সম্ভাবনা বিন্দুতে X-দ্রব্যের উৎপাদনের পরিমাণ ৩০০ একক এবং Y-এর পরিমাণ ০ একক।

এভাবে প্রাপ্ত A, B, C, D. ও E বিন্দুগুলো যোগ করলে AE উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়।

সুতরাং সম্পদ ও উকরণের সীমাবদ্ধতার কারণেই কোন কোন দ্রব্য কি পরিমানে উৎপাদন করতে হবে তা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে জানা যায়।

উৎপাদন সম্ভাবনা রেখার বৈশিষ্ট্যঃ উৎপাদন সম্ভাবনা রেখা আলোচনা করলে নিম্নোক্ত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়ঃ

১. একই জমিতে কি উৎপাদন করলে উৎপাদন কম হবে এবং কি উৎপাদন করলে সর্বোচ্চ হবে তা এ রেখা প্রকাশ করে।

২. সর্বোচ্চ উৎপাদন মাত্রা, বেকারত্ব ও পূর্ণ নিয়োগ নির্ধারণ: উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সমাজে প্রদত্ত সম্পদ ও প্রযুক্তির প্রেক্ষিতে প্রত্যাশিত দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন নির্ধারণ সম্ভব।

চিত্রে, OX অক্ষে ভোগ্য দ্রব্য ও Oy অক্ষে মূলধন দ্রব্য নির্দেশ করছে। প্রদত্ত সম্পদ সাপেক্ষে X ও Y দ্রব্যের E বিন্দুতে উৎপাদন অর্জন করা সম্ভব নয়। কিন্তু G বিন্দুতে সম্ভব। তবে তা অপূর্ণ নিয়োগ যা বেকারত্ব নির্দেশ করবে। R. S. T বিন্দুতে সম্পদ সম্পূর্ণ নিয়োজিত তথা পূর্ণ নিয়োগ অবস্থা নির্দেশ করা হয়, এই বিন্দুগুলোকে সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করা যায়। তাই উৎপাদন সম্ভাবনা রেখাকে অর্জন যোগ্য উৎপাদন সম্ভাবনা সীমান্ত রেখা বলা হয়।

৩. বিভিন্ন সংমিশ্রণঃ এই রেখা (PPC)
দুই দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে।

৪. সম্পদ ও প্রযুক্তি বিকাশ তথা অর্থনৈতিক সমৃদ্ধি এবং মন্দা নির্ধারণ: উৎপাদন সম্ভাবনা রেখার স্থানান্তর দ্বারা প্রযুক্তিগত প্রবৃদ্ধি তথা অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দা নির্ধারণ করা যায়।

চিত্রে, AB উৎপাদন সম্ভাবনা রেখা যখন ডানদিকে প্রসারিত হয়ে CD হয় তখন অর্থনীতিতে মূলধন ও ভোগ্য দ্রব্যের প্রসারণ বা অর্থনৈতিক সমৃদ্ধি নির্দেশ করে।

আবার AB রেখা বামদিকে স্থানান্তরিত হয়ে যদি EF হয়, তবে তা অর্থনীতিতে মন্দা নির্দেশ করে। ৫. বিভিন্ন দেশের তুলনামূলক বিশ্লেষণ: বিভিন্ন দেশের উৎপাদন সম্ভাবনা রেখা (PPC) দ্বারা বিভিন্ন অর্থনীতির তুলনামূলক বিশ্লেষণ করা যায়।

৬. সুযোগ ব্যয় নির্ধারণ: উৎপাদন সম্ভাবনা রেখার ধারণার দ্বারা ‘সুযোগ ব্যয়’ নির্ধারণ করা যায়।

চিত্রে, E, বিন্দু থেকে E. বিন্দুতে X,X, পরিমাণ অধিক কাপড় উৎপাদনের সুযোগ গ্রহণের জন্য গম উৎপাদনের সুযোগ Y,Y: পরিমাণ ত্যাগ করতে হবে, কারণ সম্পদ সীমিত। PPC রেখা দ্বারা এভাবে সুযোগ ব্যয় তত্ত্ব ব্যাখ্যা করা যায়।

৭. বর্তমান সময়ে একই PPC তে অবস্থানকারী দেশগুলো সময়ের ব্যবধানে উক্ত একই PPC তে অবস্থান নাও করতে পারে: কোন নির্দিষ্ট সময়ে একই উৎপাদন সম্ভাবনা রেখায় অবস্থানকারী দেশসমূহের মধ্যে ভোগ ও বিনিয়োগ ব্যয়ের পার্থক্যের কারণে সময়ের বিবর্তনে উক্ত দেশসমূহের উৎপাদনেও পরিবর্তন সাধিত হয়। এর ফলে অর্থনৈতিক পরিস্থিতি ভিন্ন ভিন্ন হওয়ার মাধ্যমে তাদের স্ব-স্ব PPC রেখার পরিবর্তন ঘটে।

৮. প্রান্তিক পরিবর্তনের হারঃ একই উৎপাদন সম্ভাবনা রেখার উপর অবস্থান করে ক্রমশ একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে থাকলে বর্ধিত প্রর্যটির প্রতি এককের জন্য অপর দ্রব্যটি যে হারে বাড়াতে হয়, তাকে প্রান্তিক পরিবর্তনের হার বলে। এই রেখাকে (PPC) রূপান্তর রেখাও বলে। রূপান্তরের হার প্রান্তিক পরিবর্তনের হারের সমান।

উপসংহার: উৎপাদন সম্ভাবনা রেখার দ্বারা প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতার সমস্যাটি সম্যক উপলব্ধি করা
যায়। PPC রেখার উপর যে কোন বিন্দু বিদ্যমান প্রযুক্তিতে সম্পদের দক্ষতম ব্যবহার নির্দেশ করে। PPC রেখার ডানদিকে সম্পদের সীমাবদ্ধতার কারণে উৎপাদন সম্ভব নয়। আবার বামদিকে হলে সম্পদ অব্যবহৃত থাকে। PPC এর উপর যে-কোন বিন্দুতে উৎপাদন সম্পদের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত হয়। ফলে অর্থনৈতিক সমস্যার প্রকৃতি বিশ্লেষণে উৎপাদন সম্ভাবনা রেখাটি খুবই গুরুত্বপূর্ণ।