অথবা, বাজার অর্থনীতিতে কিভাবে দাম নির্ধারিত হয় তা বর্ণনা কর।
অথবা, বাজার অর্থনীতিতে যেভাবে দাম নির্ধারিত হয় তা নিরূপন কর।
উত্তর : ভূমিকা : বাজার অর্থনীতি অবাধ-বিনিময় ও পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কের উপর প্রতিষ্ঠিত। এ বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতার চাহিদা ও যোগানের পারাস্পরিক ঘাত-প্রতিঘাতের মাধ্যমে দাম নির্ধারিত হয়।
দাম নির্ধারণঃ বাজার অর্থনীতিতে কোন রূপ সরকারি হস্তক্ষেপ ছাড়া অবাধ বাজার প্রক্রিয়ার মাধ্যমে ভোগ ও উৎপাদন কার্যক্রমের মধ্যে সমন্বয় ঘটে। বাজার অর্থনীতিতে মানুষের অর্থনৈতিক জীবন দাম ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়। চাহিদা ও যোগানের সমতা দ্বারা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়।
যেমন- ধরি, বাজার অর্থনীতিতে চাহিদা অপেক্ষক, Qd = f(p) এবং যোগান” QS=f(P) ভারসাম্যের এই শর্তে দাম ও পরিমাণ নির্ধারিত হবে। কোন দ্রব্যের চাহিদা এর প্রান্তিক উপযোগের উপর নির্ভরশীল। যে পর্যায়ে দ্রব্যের দাম এর প্রান্তিক উপযোগের এ ক্ষেত্রে, Qd = Qs সমান হয় সে পর্যায়ে ক্রেতা সর্বোচ্চ দাম দিতে প্রস্তুত থাকে তাকে ক্রেতার চাহিদা দাম বলে।
আবার কোন দ্রব্যের যোগান এর প্রান্তিক খরচের উপর নির্ভরশীল। উৎপাদক প্রতিষ্ঠান যে সর্বনিম্ন দামে দ্রব্যের যোগান দিতে রাজি থাকে, তাকে বিক্রেতার যোগান দাম বলে। ক্রেতার চাহিদা দাম ও বিক্রেতার যোগান দামের সমতা দ্বারা ভারসাম্য নির্ধারিত হয়।
তালিকায় দেখা যায় যে, দাম যখন ৮ টাকা তখন চাহিদা ১০০ একক এবং যোগান ৫০০ একক হওয়ায় বাজারে উদ্বৃত্ত থাকবে। দাম যখন ৬ টাকা তখন চাহিদা ও যোগান ৩০০ একক। এখানে D = S। সুতরাং ভারসাম্য দাম ৬ টাকা। দাম
উর্দ্ধ গতি । এখানে S > D যখন ৪ টাকা তখন চাহিদা ৫০০ একক ও যোগান ১০০ একক। এক্ষেত্রে DS হওয়ায় বাজার ঘাটতি দেখা দিবে। চিত্রের সাহায্যে ব্যাখ্যাঃ নিম্নে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম প্রক্রিয়া ব্যাখ্যা করা হল।
উপরের চিত্রে OX অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ এবং OY অক্ষে দাম নির্দেশ করা হলো। যথা- DD = চাহিদা রেখা ও SS = যোগান রেখা। DD ও SS রেখা পরস্পর E বিন্দুতে ছেদ করে। ফলে E বিন্দুতে ভারসাম্য দাম OP এবং ভারসাম্য পরিমাণ OQ। এখন কোন কারণে দাম বেড়ে OP, হলে চাহিদা Kp, এবং যোগান Lp,। এখানে, চাহিদা < যোগান। অর্থাৎ বাজারে KL পরিমাণ দ্রব্য অবিক্রিত থাকবে। ফলে দাম স্বয়ংক্রিয়ভাবে দাম হ্রাস পেয়ে পুনরায় OP হবে। আবার, দাম হ্রাস পেয়ে OP, হলে চাহিদা P₂N ও যোগান P₂M। এক্ষেত্রে, চাহিদা যোগান। অর্থাৎ বাজারে MN পরিমাণ ঘাটতি থাকবে। ফলে দাম বেড়ে পুনরায় OP হবে।
উপসংহারঃ উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবে বাজার শক্তির দ্বারা ভারসাম্য দাম তথা বাজার দাম ও পরিমাণ নির্ধারিত হয়।